শিশু রোগ নিবারণ টোটকা / Pediatric prevention tips

(১) নেকড়ের দাঁত শিশুর গলায় বেঁধে দিলে শিশু রোগ সেরে যাবে। 

(২) ঝিনুকের মালা তৈরী করে রবিবার অথবা মঙ্গলবার দিন শিশুর গলায় পরিয়ে দিলে তার দাঁত সহজেই বেরিয়ে আসবে। 

(৩) রিঠা ফলে ছিদ্র করে সুতোয় পরিয়ে শিশুর গলায় পরিয়ে দিলে তার উপর নজর,জাদু-টোনা ইত্যাদির প্রভাব পড়ে না। 

(৪) মঙ্গলবার অথবা রবিবার দিন নীলকন্ঠী পাখির পালককে, যে খাটে শিশুটি ঘুমায় সেখানে বেঁধে দিন। এতে শিশুটির মন থেকে ভয় থাকবে না।

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *