শিশুরা অধিক মাত্রায় বমি করলে / If children vomit excessively

প্রায়শই দেখা যায় শিশুরা দুধ দেখলে ভয় পায়৷ পুরো দিন ক্ষুধার্ত থাকবে কিন্তু দুধ খেলেই কান্না শুরু করে দেবে বা বমি করবে৷ এর ফলে শিশুরা সবসময় ক্লান্ত ও দুর্বল হয়ে পরে৷ যদি আপনার শিশু দুধ না খায় অথবা বমি করে দেয় তাহলে নিম্নলিখিত সরল টোটকাগুলি প্রয়োগ করুন৷ ঈশ্বরের আশীর্বাদে আপনার শিশু দুধ খেতে শুরু করবে আর বমিও করবে না৷ এই টোটকাটি শুধুমাত্র শনিবার অথবা রবিবারে করতে হবে—

১৷ শিশুকে দুধপান করানোর সময় শিশুটিকে আঁচল দিয়ে ঢেকে রাখুন ও দুধের পাত্রটিও ঢেকে রাখুন৷ যদি সম্ভব হয় তো শিশুকে দুধপান করানোর সময় মমতা ও স্নেহের চোখে বার-বার  তার দিকে তাকান৷ এর ফলে শিশুটির মনে আত্মবিশ্বাস জন্মাবে ও আপনার স্নেহের চোখ তার মাংসপেশী আর হাড়কে শক্ত করবে৷

২৷ একটি কর্পূর এর গোটা টুকরো নিয়ে নিন৷ এটি কিছু অংশ ভেঙে শিশুকে জিভ দিয়ে চাটিয়ে নিন ও বাকিটা হনুমান মন্দিরে দিয়ে দিন৷ মনে রাখতে হবে যে এই টোটকাটি শুধুমাত্র একবারই করতে হবে৷

৩৷একটি দুধের জার এ দুধ নিয়ে নিন৷ এই দুধটি শিশুর মাথায় ১১ বার ঢেলে কালো কুকুরকে নিজের সামনে খাইয়ে দিন৷ শিশুরা এই টোটকা প্রয়োগের পর থেকে আনন্দের সাথে দুধ খেতে লাগবে৷

৪৷ এমন কোনও মহিলা যার সন্তান হয় না অথবা যিনি সন্তান জন্মধারণে অক্ষম তাকে শনিবার দিন বাড়িতে আমন্ত্রণ জানান আর ওই শিশুর মাথায় হাত দিতে বলুন৷ এটা মনে রাখতে হবে, শিশুটি কোলে যেন না থাকে৷ ওই মহিলা বাড়ি ছেড়ে চলে যাবার পর ওই স্থানটি ঝাড়ু দিয়ে দিন৷

৫৷ বুধবার দিন ভূজ্যপত্র নিয়ে তাতে নিম্ন যন্ত্রটি হলুদ দিয়ে লিখুন ও একটি তাবিজে ভরে হলুদ সুতো দিয়ে শিশুদের গলায় পরিয়ে দিন৷ সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে ও শিশুটি সুস্থ হয়ে উঠবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *