শিব পুজোর সরল ও প্রভাবশালী নিয়ম / Simple and influential rules of Shiva Pujo

মন্ত্র উচ্চারণ করার সময় শিবলিঙ্গে জল অর্পণ করলে ব্যক্তির স্বভাব শান্ত হয়৷ আচার-আচরণ স্নেহময় হয়ে থাকে৷

মধু অর্পণ করলে ব্যক্তিদের কথাবার্তায় মিষ্টতা ভাব আসে৷

দই অর্পণ করলে ব্যক্তির স্বভাব গম্ভীর হয়ে থাকে৷

শিবলিঙ্গে ঘি অর্পণ করলে ব্যক্তিদের শরীরে শক্তি বৃদ্ধি পায়৷

সুগন্ধি দিয়ে স্নান করলে বিচার পবিত্র হয়ে থাকে৷

শিবকে চন্দন অর্পণ করলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সমাজে মান -সম্মান বৃদ্ধি পায়৷

কেশর অর্পণ করলে ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি পায়৷

ভাঙ অর্পণ করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷

চিনি অর্পণ করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়৷  

দুধ অর্পণ করলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *