শাশুড়ি ও বৌমার কলহ থেকে মুক্তি / Freed from the quarrel of mother-in-law and daughter-in-law

১৷  রাম সীতার একটি বড় ছবি নিয়ে বাড়িতে দেওয়ালে টাঙিয়ে রাখুন৷ যখনই পরস্পর ঝগড়া করবেন তখন মৌন থেকে ৫ মিনিট পর্যন্ত ছবির দিকে তাকিয়ে মনে-মনে কামনা করুন যে আমাদের বিবাহিত জীবনও ওই দুজনের মতো আত্মসমর্পন করে মুক্ত হয়ে যাবে৷ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে৷

২৷ প্রতিদিন একটি তামার ঘটিতে জল ভরে প্রথমে আপনার মায়ের হাতে ও পরে আপনার স্ত্রীর হাতে স্পর্শ করিয়ে তুলসী চারাগাছে জল ঢালুন৷ রবিবারে এই কাজটি করবেন না৷

৩৷ প্রতিদিন একটি রুটিতে গুড় ও ছোলা দিয়ে বিকালে নিজের মা ও স্ত্রী কে দিয়ে স্পর্শ করিয়ে বিকালেই গরুকে খাওয়ান৷

৪৷ প্রতিদিন দুটি তুলসীপাতা ধুয়ে পুজোর স্থানে রাখুন ও ২১ বার গায়েত্রী মন্ত্র পড়ে একটি আপনার মাকে ও অন্যটি নিজের স্ত্রীকে খাওয়ান৷

৫৷ শাশুড়ি বৌয়ের ঝগড়া থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন সকালে নিজের ঘড়াতে (যেখানে খাবার জল থাকবে) ২ ফোঁটা গঙ্গাজল গায়েত্রী মন্ত্র পড়ে দিয়ে দিন৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *