শারীরিক বিভিন্ন রোগের উপশমে জোয়ান / Carom seed in relieving various physical ailments

কাশিতে

এক চামচ জোয়ানকে ভালো করে চিবিয়ে গরম জলের সাথে সেবন করলে উপকার পাওয়া যায়৷

রাত্রিবেলা কাশি থেকে মুক্তি পাবার জন্য পানের পাতায় অর্ধেক চামচ জোয়ান মুড়ে নিয়ে চিবিয়ে অথবা চুষে চুষে খেলে ফল পাওয়া যায়৷

জোয়ানের রসে এক চিমটে বিট নুন দিয়ে সেবন করুন ও গরম জল পান করুন৷ এতে কাশি বন্ধ হয়ে যাবে৷

জোয়ানের গুঁড়ো ২ থেকে ৩ গ্রাম মাত্রায় গরম জল অথবা গরম দুধের সাথে দিনে ২ অথবা ৩ বার সেবন করলে সর্দি, কাশি, মাথা ব্যথা ও কৃমি থেকে মুক্তি পাওয়া যায়৷

৫ গ্রাম জোয়ানকে ২৫০ মিলিলিটার জলে সিদ্ধ করুন৷ অর্ধেক জল শুকিয়ে গেলে বাকি জল ছেঁকে নিয়ে নুন মিশিয়ে রাত্রে শোবার সময় পান করতে হবে৷ 

পুরানো সর্দি থেকে মুক্তি পেতে, হলুদ দুর্গন্ধনাশক কফের সমস্যা থাকলে অথবা হজম ক্ষমতায় কোনও সমস্যা হলে জোয়ানের রস দিনে ৩ বার সেবন করলে লাভ পাওয়া যায়৷         

বিছানায় প্রস্রাব করা

শোবার আগে ১ গ্রাম জোয়ানের গুঁড়ো কিছুদিন পর্যন্ত নিয়মিত ভাবে খেতে থাকুন৷

বহুমূত্র রোগ

২ গ্রাম জোয়ানকে ২ গ্রাম গুড়ের সাথে মিশিয়ে ভালোভাবে বেটে ৪ টি গোল্লা তৈরি করুন৷ ৩ ঘন্টার ব্যবধানে ১টি গোল্লা জলের সাথে সেবন করুন৷ এতে বহুমূত্র রোগ ভালো হয়ে যায়৷

জোয়ান ও তিল একসঙ্গে মিশিয়ে খেলে বহুমূত্র রোগ সেরে যায়৷ গুড় ও বাটা জোয়ান সমান মাত্রায় মিশিয়ে ১ চামচ করে প্রতিদিন ৪ বার খান৷ এতে কিডনি সংক্রান্ত সমস্যা থাকে না৷

যে শিশুদের রাত্রে প্রস্রাব করার অভ্যাস থাকে তাদের রাত্রে প্রায় অর্ধেক গ্রাম জোয়ান খাওয়ান৷

মুখের ব্রণ দূর করতে

২ চামচ জোয়ান ৪ চামচ দইয়ের সাথে মিশিয়ে রাত্রে শোবার আগে সম্পূর্ণ মুখমণ্ডলে, মালিশ করুন ও সকালে গরম জল দিয়ে পরিষ্কার করে ফেলুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *