শষ্য ভাণ্ডারে শষ্যবৃদ্ধি করবার টোটকা / Tips to grow crops in the grain store

১। যেস্থানে কালো পাখি নিজের বাসা তৈরী করছে, ও সেই বাসায় ডিম থাকলে সেখানে গুপ্ত ভাবে সাত প্রকারের শষ্য বাসায় রেখে দিতে হবে। যখন পাখির বাচ্চা উড়ে চলে যাবে তখন সাত প্রকারের শষ্য তুলে এনে একটি কাপড়ের পুঁটলিতে বেঁধে শষ্যের ভাণ্ডারে রেখে দিতে হবে। এতে শষ্য ভাণ্ডারে কখনও শষ্যের অভাব থাকবে না। 

২। যে স্থানে হোলিকা দহন হবে,সেখানে হোলিকা দহনের একদিন আগে রাত্রে মাটির ঘড়াতে গম,গরুর দুধের ঘি ও এক টাকার একটি মুদ্রা রেখে ঘড়ার মুখ বন্ধ করে মাটিতে পুঁতে দিন। এই কাজটি গোপন ভাবে করতে হবে। যখন হোলিকা দহন হয়ে যাবে,সেখান থেকে উক্ত ঘড়াটি বের করে আনুন। তারপর সেই ঘড়া থেকে সমস্ত জিনিস বার করে পুঁটলিতে বেঁধে শষ্যের ভাণ্ডারে রেখে দিন। এতে ভাণ্ডারে শষ্যের অভাব থাকবে না। সিন্দুকেও এই পুঁটলিটি রাখলে শষ্যের বৃদ্ধি হবে। 

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *