ত্বককে পরিষ্কার রাখুন
বাইরে থেকে বাড়িতে ফিরে এসে ত্বক পরিষ্কার করুন যাতে দূষণ ও ধুলো বালি থেকে ত্বককে সুরক্ষিত রাখা যায়৷ সর্বদা মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন৷
জল পান করুন
বেশি পরিমাণে জল পান করুন, যাতে শরীরে জলের মাত্রা না কমে৷ একদিনে কম করে ৫ লিটার করে জল খাওয়া অভ্যাস করুন, এতে আপনি ত্বক সম্পর্কিত সমস্যা ও ব্রণের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন৷
পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন
নিজের খাদ্যে তালিকায় উত্তম ও পুষ্টিকর খাদ্য যুক্ত করুন৷ সবুজ শাকসব্জি,ফল ও স্যালাডকে নিজের খাদ্য তালিকায় যুক্ত করুন৷ এতে ত্বকের উপযুক্ত পুষ্টি পূরণ হবে ও আপনি ব্রণ থেকে শত মাইল দূরে থাকবেন৷