শরীর সম্বন্ধীয় কিছু টোটকা / Some body related totka

শিশুদের বুদ্ধির বিকাশ করার জন্য টোটকা

অনেক শিশুরা শারীরিকভাবে দেখতে সুন্দর-স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও বুদ্ধি ও স্মরণশক্তিতে কমজোর এবং দুর্বল ও তর্ক পরীক্ষাতেও কমজোর থাকে৷ তার ফলে তার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যায়৷ যার কারণে মা-বাবাকে অনেক সমস্যার মধ্যে জীবন কাটাতে হয়৷ এই পরিস্থিতিতে শিশুদের কল্যাণের জন্য নিম্নলিখিত টোটকা বলতে চলেছি, এর সাহায্যে আপনি ফলাফল পাবেন৷
নিয়ম : শনিবার রাত্রি বারোটার সময় ব্রহ্মতালু থেকে দুই-চারটি চুল কেটে নিয়ে একটি পুরিয়া বানিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিন৷ এই টোটকাটি শনিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন করতে থাকুন৷ রবিবার দিন সমস্ত চুল একত্র করে নিয়ে ঘরের চৌকাঠে রেখে জ্বালিয়ে দিন ও পায়ের গোড়ালি দিয়ে ভালো করে মাড়িয়ে দিন৷ এভাবে শিশুটির বুদ্ধি ও স্মরণ শক্তির বিকাশ হবে৷ যদি সম্ভব হয় তাহলে শিশুটিকে নিম্নলিখিত মন্ত্রটি বারে বারে করাতে হবে৷

ওঁ হ্রীং ঐং সরস্বত্যৈ নমঃ

রোগ দূর করবার টোটকা

আপনি কি কোনও রোগ থেকে মুক্তি পাচ্ছেন না? ঔষধে কোনও কাজ হচ্ছে না?  সুস্বাস্থ্যর ইচ্ছা থাকলেও স্বাস্থ্যবান হতে পারছেন না?

নিয়ম: পুষ্যা নক্ষত্রতে আকন্দ ফুলের শিকড় নিয়ে নিজের কাছে রেখে দিন৷ রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন৷

আলস্য থেকে মুক্তি পাবার জন্য টোটকা

কন্টকরির মূল মধুতে নিয়ে, পিষে নিয়ে শুধুমাত্র শুঁকে নিলে আলস্য ভাব দূর হয়ে যায়৷ এটি আমার নিজের প্রয়োগ করা টোটকা৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *