লাভদায়ক টোনা-টোটকা / Beneficial sorcery

কার্যে সফলতা অথবা কার্যে কুশলতার নিশ্চিত গ্যারান্টি দেবার বিচার বুদ্ধি টোটকা থেকে হয়৷ ছোট-ছোট টোটকা আপনার বুদ্ধি আর বিচারের উপর সোজা প্রতিক্রিয়া করে৷ আপনার বিচার-বুদ্ধি বাড়ায়৷ এই সরল ক্রিয়া যা টোটকার নামে করা হয়েছে, আপনাকে নিশ্চিত অতিরিক্ত শক্তি প্রদান করবে৷ যাতে ঠিক সময়ে আপনি উচিত বোধশক্তির সাথে কাজটি করতে পারবেন৷ ফলতঃ আপনার সফলতা নিশ্চিত৷ যেমন পৌষ্টিক পদার্থের সেবন করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, শরীরে শক্তি হয়৷ ঠিক সেই ভাবে মস্তিকের বুদ্ধিরও খোরাক চাই যাতে ঠিক সময়ে উচিত বোধ বিচারের সাথে সফলতা প্রাপ্ত হয়৷ এই টোটকাটি বাস্তবে আপনার বুদ্ধিটি প্রখর করার জন্য৷ আপনার বিচার-বুদ্ধিকে উপযোগী আর প্রভাবশালী করবার জন্য মানসিক ঔষধির কাজ করে৷ এতে আপনি নিজের কার্যে অব্যশই সফল হবেন৷ এটি একটি বাস্তব সত্য কথা৷ এই তথ্যের উপর নির্ভর করে এই প্রমাণিত ও পরখ করা কিছু সামগ্রী প্রস্তুত করা হল

রবিবার দিন পুরোনো অফিস থেকে যে কোনও লোহার বস্তু নতুন সংস্থায় এনে রেখে দিন৷ রাখার আগে অল্প পরিমাণে ওই স্থানে কালো গোটা বিউলির ডাল দিয়ে দিন৷ এটা মনে রাখতে হবে যে বস্তুটি বার-বার সরানো না হয়৷ এই ক্রিয়াটি করলে পুরোনো শিল্পের সাথে নতুন শিল্পটিও ভালোভাবে চালিত হবে৷

কোনও একটি দেওয়ালির রাতে কাঁচা সুতো (পৈতা) নিয়ে আসুন৷ মা লক্ষ্মীর সামনে বসে শ্রদ্ধাপূর্বক বিতরণ করুন৷ গুঁড়ো কুমকুমের ছিটা লাগান৷ এরপর এটি ব্যবসার স্থানে উপরের দিকে টাঙিয়ে দিন৷ চেষ্টা করবেন প্রত্যেক দেওয়ালীতে এই ক্রিয়া ঠিকমতো যেন করা হয়৷ এরকম করলে অংশীদারিত্ব বজায় থাকবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *