লবঙ্গ দিয়ে বশীকরণ / Subjugation with cloves

১৷ লবঙ্গ দিয়ে বশীকরণ : কোনও পুরুষ অথবা স্ত্রীকে বশ করার জন্য লবঙ্গের ব্যবহার একটি সর্বোত্তম নিয়ম৷ লবঙ্গের ব্যবহার সরল হবার সাথে সাথে যথেষ্ট কার্যকরী হয়ে থাকে৷

২৷ সিদ্ধির জন্য প্রয়োজনীয় জিনিস : বশীকরণের জন্য লবঙ্গের ব্যবহার করার আগে সিদ্ধ করতে হবে৷ এর জন্য ৩টি লবঙ্গ, একটি তুলোর সলতের প্রদীপ, এক বাটি দেশি ঘি, একটি দেশলাই, এক গ্লাস জল ও এক কৌটো সিঁদুরের প্রয়োজন হবে৷

৩৷ ভোর ৩ টের সময় শুরু করুন : বশীকরণের জন্য শুক্রবার দিনটি ধার্য করতে হবে৷ লবঙ্গ সিদ্ধ করার জন্য ভোর ৩ টের সময় উঠতে হবে৷ স্নানক্রিয়া সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে৷ সাড়ে ৪ টের সময় পুজোর স্থানে বসে পড়তে হবে ও উপরে দেওয়া সমস্ত সামগ্রী সঠিক ভাবে ব্যবহার করতে হবে৷

৪৷ এভাবে করুন তৈরি : তিনটি লবঙ্গ সিঁদুরের কৌটাতে রাখুন৷ তারপর তুলোর সলতেয় ঘি লাগিয়ে জ্বালান৷ তারপর লবঙ্গ সিঁদুরের কৌটা থেকে বার করে এক গ্লাস জলে ডুবিয়ে রাখুন৷

৫৷ মন্ত্র পড়ুন : লবঙ্গ অধিক শক্তিশালী করবার জন্য ‘ওঁ তত ভারওয় নমো নম, য়া রুদ্র য়া মোহিনী কর, মে অমুক (তারপর যাকে বশীকরণ করতে হবে,তার নাম) সিদ্ধ নমো স্বাহা’ মন্ত্রটি ১১০০ বার জপ করুন৷

৬৷ তিনটি শুক্রবারে কাজ হয়ে যাবে : বশীকরণ করার জন্য ৩ টি শুক্রবার করতে হয়৷ প্রথম শুক্রবার লবঙ্গ সিদ্ধ করুন৷ দ্বিতীয় শুক্রবারে সিদ্ধ লবঙ্গে দ্বিতীয় বার বশীকরণ মন্ত্র পড়ুন ও তৃতীয় শুক্রবারে এটিকে ব্যবহার করুন৷ ৭৷ সঠিক ব্যক্তির কাছে লবঙ্গ রাখতে হবে : যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন তার আশেপাশে লবঙ্গ রাখতে হবে, যেখানে সে বেশি করে যাতায়াত করে অথবা স্থায়ী ভাবে থাকেন৷ লবঙ্গ বেটে নিয়ে সেই ব্যক্তির খাবারে মিশিয়ে দিতে হবে৷ এভাবে নিয়মটি করলে সে আপনার সমস্ত কথা মেনে চলবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *