রাহু পুজোতে চন্দনের সুগন্ধি ব্যবহার করুন / Use sandalwood perfume in Rahu Pujo

ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে রাহুকে নাগদেবতার মুখ হিসাবে ধরা হয়৷ এরকম বলা হয়ে থাকে যে, নাগ ও সাপ ধুঁয়োয় কষ্ট পায়৷ এই কারণে এরা ধুঁয়ো ও আগুন থেকে দূরে থাকে৷ এইজন্য যখনই আমরা কোনও নাগ মন্দিরে অথবা পুজোয় ধূপকাঠি অর্পণ করি, তা থেকে উৎপন্ন ধুঁয়ো রাহু ও নাগের ক্রোধের কারণ হয়ে থাকে৷ ক্রোধিত হবার কারণে আমরা পুজোর প্রকৃত ফল পাই না৷ অন্য একটি কারণ যে নাগ সর্বদা চন্দন গাছে নিবাস করেন৷ এরকম বলা হয় যে সাপেদের চন্দনের গন্ধ খুব প্রিয় হয়ে থাকে৷ চন্দন গাছ থেকে নির্গত সুগন্ধির কারণে সে গাছে জড়িয়ে থাকে৷

যখন আমরা পুজোতে তাকে চন্দনের সুগন্ধি অর্পণ করি, তখন তারা প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করে থাকে৷ এইজন্য আপনি যখন কালসর্প যোগ দ্বারা পীড়িত ও পুজোর পূর্ণ ফল পেতে চান তাহলে চন্দনের সুগন্ধি শুধুমাত্র ব্যবহার করুন৷ সাপের কর্পূরের গন্ধও খুব প্রিয়৷ এইজন্য আপনি রাহু ও নাগ পুজোয় এই দুটি বস্তুর ব্যবহার অবশ্যই করুন৷ কালসর্প যোগে পীড়িত ব্যক্তি যদি নিয়মিত ভাবে চন্দনের সুগন্ধি ও চন্দন কাঠের ব্যবহার কোনও ভাবে ব্যবহার করেন তাহলে আশানুরূপ ফলাফল পাওয়া যায়৷  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *