রাহু কোন বাড়িতে কেমন ফলাফল দেয় / What kind of results does Rahu give in any house

রাহু একটি ছায়া গ্রহ যা জন্মছকের যে ঘরে অবস্থান করে সেই স্থানটিকে যথেষ্ট প্রবাহিত করে৷ বিশেষ করে রাহুর যখন মহাদোষ থাকে৷ জাতক বা জাতিকারা  তখন স্বাভাবিক অবস্থায় থাকে না৷ তাদের তখন ভালো-মন্দের বিচার বোধও লোপ পায়৷ তারা তখন জাতক বা জাতিকারা তাদের রুচির বিপরীতে ভোগের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ খেতে পরতে ভালোবাসে ও ঘুরে বেড়াতে ভালোবাসে৷ আসুন জেনে নিই জন্মকুণ্ডলীতে  কোন ঘরে (লগ্ণে) রাহু কি ফলাফল দেয়৷     

প্রথম ঘর     —  বিজয়ী, কৃপন, বৈরা গী, কমজোর মস্তিস্ক৷

দ্বিতীয় ঘর    —  হিংসা ভাব রাখা মিথ্যা, কটূ কথা বলা ও ধনী ব্যক্তি৷

তৃতীয় ঘর    —  শক্তিমান, বুদ্ধিমান, উদ্যমী ও বিবেকশীল৷

চতুর্থ ঘর     —  সুখহীন ও ঝগড়ুটে ব্যক্তি৷

পঞ্চম ঘর     —  সুখী, ধনবান ও বুদ্ধিহীন৷

ষষ্ঠ ঘর —  শক্তিশালী, ধৈর্যশালী, শত্রুবিজয়ী ও কর্মঠ৷

সপ্তম ঘর     —  অনেক বিবাহ, কপট, ব্যভিচারী ও চতুর৷

অষ্টম ঘর    —  দীর্ঘ আয়ু কিন্তু কষ্টকারী জীবন ও গুপ্ত রোগ৷

নবম ঘর     —  ভাগ্যহীন, যাত্রা করা ব্যক্তি ও পরিশ্রমী৷

দশম ঘর     —  নিচু কাজ করা ব্যক্তি, নেশাখোর ও বাচাল৷

একাদশ ঘর   —  চৌখশ, ছোট কাজ করা ব্যক্তি ও লোভী৷

দ্বাদশ ঘর    —  অর্থ লুণ্ঠনকারী, তাড়াহুড়ো ও চিন্তাশীল৷    

শনি-রাহু গ্রহ জাতক বা জাতিকাকে চিকিৎসক তৈরি করতে সাহায্য করে৷

চিকিৎসা ক্ষেত্রে সফলতা পাবার ইচ্ছুক ব্যক্তিগণ শনি এবং রাহুর সহায়ক গ্রহ হয়ে থাকে৷ শনি চিকিৎসা ক্ষেত্রে প্রবেশ করে৷ শনি লৌহতত্ত্বের কারক ও চিকিৎসকদের বেশিরভাগ কাজ করার মেশিন  লোহার দ্বারা তৈরি হয়৷ শনির সাথে যদি রাহুর সঠিক অবস্থান জন্মছকে থাকে তাহলে জাতক বা জাতিকা চিকিৎসক হবার সাথে সাথে শল্য চিকিৎসক অথবা বিশেষজ্ঞ হয়৷     শনির একটি অন্য নামও আছে সেটা হল মন্থর গতি৷ এমনিতে মন্থর গতি প্রাথমিকভাবে ভাল, কিন্তু আপনি মন্থর গতিতে চলতে পারবেন না৷ আপনি একজন চিকিৎসক ও আপনি নিজের যোগ্যতা অনুযায়ী নাম ও যশ পাচ্ছেন না তাহলে আপনাকে শনির সাহায্য নিতে হবে৷ শনি আপনাকে এই পেশায়  উচ্চতার শিখরে পৌঁছে দেবে৷ কার্যালয়ে নীল চেয়ার ও হালকা নীল রং দেওয়ালে ব্যবহার করুন৷ নীল রঙের প্লাস্টিকের বোতলে জল খান৷ পরিশ্রম বেশি করবেন৷ অসহায় রোগীদের সাহায্য করুন৷ কিছুদিনের মধ্যে আপনি ভালো পরিণাম দেখতে পারবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *