রাশি অনুযায়ী রোগের চিকিৎসা

প্রাচীনকাল থেকে মানুষ রোগ-অসুখ থেকে ভীত, সন্ত্রস্ত হয়ে থাকেন৷ কখনও রোগের লক্ষণ ধরা যায় তো কখনও রোগের কারণ কি সেটা জানা যায় না৷ ভালো চিকিৎসকও রোগীদের সুস্থ করতে অসফল থেকে যান৷ জ্যোতিষ শাস্ত্রতে এই ধরনের চিকিৎসার নিয়ম বলা হয়েছে৷ নিজের রাশি অনুযায়ী যদি নিম্ন চিকিৎসাগুলি করা হয় তাহলে শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন৷

মেষ রাশি : প্রতিদিন ত্রিফলা চূর্ণ সেবন করুন ও লাল রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন পান করুন৷ 

বৃষ রাশি : গোলমরিচ, শুকনো আদা, দারচিনির চূর্ণ রাত্রে খাবার পরে সেবন করুন, সাদা বোতলে রোদে রাখা জল পান করুন৷

মিথুন রাশি : প্রতিদিন ত্রিফলা চূর্ণ সেবন করুন৷ সবুজ রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন বিকালে পান করুন৷     

কর্কট রাশি : গোলমরিচ, শুকনো আদা, দারচিনির চূর্ণ রাত্রে খাবার পরে সেবন করুন ও সাদা বোতলে রোদে রাখা জল পান করুন৷

সিংহ রাশি : প্রতিদিন ত্রিফলা চূর্ণ সেবন করুন ও লাল রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন পান করুন৷

কন্যা রাশি : সবুজ রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন বিকালে পান করুন৷

তুলা রাশি : সাদা বোতলে রোদে রাখা জল পান করুন৷

বৃশ্চিক রাশি : লাল রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন রাত্রে পান করুন৷

ধনু রাশি : গোলমরিচ, শুকনো আদা, দারচিনির চূর্ণ রাত্রে খাবার পরে সেবন করুন৷ হলুদ রঙের বোতলে রোদে রাখা জল পান করুন৷

মকর রাশি : ত্রিফলা চূর্ণ সেবন করুন ও নীল রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন রাত্রে পান করুন৷

কুম্ভ রাশি : লবঙ্গ সেবন করুন ও নীল রঙের বোতলে রোদে রাখা জল প্রতিদিন রাত্রে পান করুন৷ মীন রাশি : গোল মরিচ, শুকনো আদা, দারচিনির চূর্ণ রাত্রে খাবার পরে সেবন করুন ও হলুদ রঙের বোতলে রোদে রাখা জল পান করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *