সূর্যের জন্য
১৷ ১১টি অথবা ২১ টি রবিবার পর্যন্ত গণেশকে লাল ফুল অর্পণ করুন৷
২৷ রুপোর পাত্রে জল পান করুন৷
৩৷ রবিবারে নুন সেবন করুন৷
৪৷ বিষ্ণুর পুজো করুন৷
৫৷ ‘ওঁ ঘৃণী সূর্যায় নমঃ’ এই মন্ত্রটির জপ ১০৮ বা ৫১ বা ২১ বার সকাল সন্ধ্যায় জপ করুন৷
৬৷ সূর্য দেবতাকে তামার ঘটিতে জল, চাল, লাল ফুল, লাল সিঁদুর মিশিয়ে অর্ঘ্য দিন৷
চন্দ্রের জন্য
১৷ দক্ষিণাবর্ত শঙ্খের নিত্য পুজো করুন৷
২৷ ১১টি সোমবার দুপুরে শুধুমাত্র দই-ভাত খান৷
৩৷ সূর্য অস্ত যাবার পর দুধ খাবেন না বা খাওয়াবেন না৷
৪৷ তিনটি সাদা ফুল প্রত্যেক সোমবার আর পূর্ণিমাতে নদী অথবা প্রবাহিত হ্রদে বিসর্জন করুন৷
৫৷ মুক্তোর মালা গলায় ধারণ করুন৷
৬৷ পূর্ণিমার রাতে চাঁদ দর্শন করুন ও চন্দ্রকে চাল ও দুধ মিশিয়ে রুপোর পাত্রে অর্ঘ্য দিন৷