রবিবারের টোটকা / Totke for Sunday

১৷ রবিবার সকালে তাড়িতাড়ি উঠতে হবে৷ স্নান ক্রিয়া ইয়াদি সেরে তামার ঘটিতে জল নিতে হবে৷ একটি গোটা কুমকুম, গুড় ও ফুল নিয়ে সূর্যকে অর্পণ করুন৷ জল অর্পণ করবার সময় সূর্য মন্ত্র জপ করতে হবে৷ 

২৷ রবিবারে অশ্বত্থ গাছের নিচে চারমুখী প্রদীপ জ্বালালে অর্থ, বৈভব ও মান সম্মান বৃদ্ধি পায়৷

৩৷ রবিবারে গরুর দুধের তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালান৷

৪৷ রবিবার সকালে গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ শিবের মন্দিরে অর্পণ করুন৷

৫৷ রবিবারে তামার বাসন, লাল বস্ত্র, গম, মানিক্য, লাল চন্দন ইত্যাদির মধ্যে কোনও একটি দান করলে আপনার উপর সূর্যদেবের কৃপা সবসময় থাকবে৷

৬৷ রবিবার বাজার থেকে তিনটি ঝাড়ু কিনে নিয়ে আসুন৷ পরেরদিন ব্রহ্ম মুহূর্তে সমস্ত নিত্য কাজ সেরে আপনার বাড়ির আশেপাশে কোনও মন্দিরে সেই তিনটি ঝাড়ু রেখে আসুন৷ মনে রাখতে হবে ঝাড়ুটি রাখার সময় কেউ যেন না দেখে৷

৭৷ রবিবার রাত্রে শোবার সময় ১ গ্লাস দুধ নিজের মাথার কাছে রেখে শুতে হবে৷ সকালে ঘুম থেকে এই দুধটি কোনও বাবলা গাছের শিকড়ে অর্পণ করে দিন৷

৮৷ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে সূর্যদেবের কৃপা পাওয়া যায়৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *