রত্ন ধারণ কেন করবেন ও কি করবেন / Why and what to do holding gems

মানুষের জীবনে ব্যক্তিত্বের উজ্জ্বলতা আনতে ও জীবনে সফল হতে লগ্ণেশ ও ত্রিকোণেষ অর্থাৎ পঞ্চমেশ ও নবমেশ রত্ন অবশ্যই ধারণ করা উচিত৷ লগ্ণেশ, পঞ্চমেশ এবং নবমেশ রত্ন ধারণ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়৷ কিন্তু এই বিষয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে৷ কিছু জ্যোতিষীরা বলে থাকেন যে, যদি লগ্ণেশ নিচের রাশিতে অবস্থান করে অথবা ত্রিকোণেষ থাকলে তার রত্ন ধারণ করা উচিত নয়৷

পণ্ডিতদের মত অনুযায়ী অষ্টম ঘরের অধিপতি গ্রহ জাতকদের রত্ন ধারণ করা উচিত নয়৷ রত্ন ধারণ করবার সময় এগুলি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে৷

১৷ মেষ লগ্ণের জাতকদের মঙ্গল অষ্টমেষ হয়ে থাকে, তাদের প্রবাল ধারণ করা উচিত নয়৷

২৷ বৃষ লগ্ণের জাতকদের বৃহস্পতি অষ্টমেষ হয়ে থাকার কারণে তাদের হলুদ পোখরাজ ধারণ করা উচিত নয়৷

৩৷ মিথুন লগ্ণের জাতকদের শনি অষ্টমেষ থাকার কারণে এদের নীলা ধারণ করা উচিত নয়৷

৪৷ কর্কট মিথুন লগ্ণের জাতকদের শনি অষ্টমেষ থাকায় তাদের নীলা ধারণ করা উচিত নয়৷           

৫৷ সিংহ লগ্ণ জাতকদের বৃহস্পতি অষ্টমেষ হয়ে থাকার কারণে তাদের হলুদ পোখরাজ ধারণ করা উচিত নয়৷

৬৷ কন্যা লগ্ণ জাতকদের মঙ্গল অষ্টমেষ থাকে, তাই তাদের প্রবাল ধারণ করা উচিত নয়৷

৭৷ তুলা লগ্ণ জাতকদের শুক্র অষ্টমেষ থাকে, তাদের হীরা ধারণ করা উচিত নয়৷

৮৷ বৃশ্চিক লগ্ণ জাতকদের বুধ অষ্টমেষ থাকে,সুতরাং এদের পান্না ধারণ করা উচিত নয়৷

৯৷ ধনু লগ্ণ জাতকদের চন্দ্র অষ্টমেষ থাকায় তাদের মুক্ত ধারণ করা উচিত নয়৷

১০৷ মকর লগ্ণ জাতকদের সূর্য অষ্টমেষ থাকে, এদের চুনী ধারণ করা উচিত নয়৷

১১৷ কুম্ভ লগ্ণ জাতকদের বুধ অষ্টমেষ থাকার কারণে এদের এদের পান্না ধারণ করা উচিত নয়৷                  

১২৷ মীন রাশির জাতকদের শুক্র অষ্টমেষ থাকার কারণে এদের হীরা ধারণ করা উচিত নয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *