ময়ূরের কিছু তান্ত্রিক প্রয়োগ / Some Tantric application of peacock

লাল চন্দন অথবা কেশর দিয়ে কালি তৈরীি করে ময়ূরের ঠোঁট দ্বারা অঙ্কন করে পঞ্চদশী যন্ত্রম অঙ্কন করুন৷ এরপর ধূপ দিয়ে ভূজ্যপত্রের টুকরো সেই ঠোঁটেই মুড়িয়ে দিন৷ আবার ধূপ দিয়ে লাল রেশমি কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রাখুন৷ রবি পূষ্য যোগে তৈরীি করা এই যন্ত্রমটি ধারণ করলে ব্যক্তি সমৃদ্ধিশালী হয়ে যায়৷

ময়ূরের অস্থিখণ্ড ভূজ্যপত্রে মুড়িয়ে নিয়ে তাবিজে রেখে শিশুকে পরিয়ে দিলে নজর, টোনা-টোটকা ইত্যাদি রক্ষাত্মক কবচ হিসাবে কাজ করে৷

বাড়িতে ময়ূর পালন করলে কোনও প্রকারের সাপ বাড়িতে প্রবেশ করতে পারে না৷ ময়ূর বাড়িতে থাকলে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়ে শ্রীবৃদ্ধি হতে থাকে৷

ময়ূরের ঝুঁটিকে না ভেঙে কোনও শুভ যোগে প্রাপ্ত করে নিজের কাছে রেখে দিলে যথেষ্ট সম্মোহন শক্তির অধিকারী হওয়া যায়৷ সেই ব্যক্তি মান-সম্মান পাবার সাথে-সাথে সম্মোহন শক্তির অধিকারী হয়ে থাকে৷

ময়ূরের পালককে পুস্তক ও ধার্মিক গ্রন্থে রেখে দিলে বিদ্যা,মান-সম্মান ও  মা সরস্বতীর কৃপা লাভ করা যায়৷ কিন্তু মনে রাখতে যে, সদ্য মরে যাওয়া ময়ূরের অঙ্গ অথবা নিজ থেকে পরে যাওয়া ময়ূরের পালক ব্যবহার করতে হবে৷ জীবিত পাখিকে মেরে তন্ত্রের প্রয়োগ করা অনুচিত৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *