মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করার টোটকা / Remedy in order to success marriage connections (Woman)

যে মেয়ের বিয়ের সম্বন্ধের পরেও ভেঙে যায় অথবা কোনও মেয়েকে পছন্দ করা হয় না তাদের জন্য এই নিয়মটি খুবই প্রভাবশালী হয়৷ যে মেয়ের বিয়ে হবে,তাকেই এই নিয়ম ও মন্ত্রটি জপ করতে হবে৷ এই মন্ত্রটির জপ রুদ্রাক্ষ মালা ছাড়াও যে কোনও মালা দিয়ে করা যেতে পারে৷ এই নিয়মটি আরম্ভ করার আগে আপনি যে কোনও দিন করার সিদ্ধান্ত নিন৷ সেইদিন কোনও সুতির আসন নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসুন৷ গোলাপের ১১টি ধূপ ও গোবরের উপর আগুন জ্বালিয়ে তাতে ধুনো দিয়ে মন্ত্র জপ শুরু করুন৷ একই আসনে এই মন্ত্রটির জপ ১০০০ বার করতে হবে৷ এই নিয়মটি ক্রমাগত ১৩ দিন পর্যন্ত করতে হবে৷ আপনি যে দিনটি স্থির করবেন তাতে যেন কোনও প্রকারের অসুবিধা না হয়৷ এটি অনেকটাই প্রভাবশালী নিয়ম৷ মন্ত্রটি নিম্নপ্রকার:—
মখনো হাশি জার্ড অম্বরী৷ উস পর বৈঠি কমাল খাঁ কি সবারি৷
বৈঠে চবুতরে পড়ে কুরান৷ হাজার কাম দুনিয়া করে৷ এক কাম মেরা কর৷
না করে তো তিন লাখ তেত্রিশ হাজার পেগাম্বর কি দুহাই৷

শীঘ্র বিয়ের জন্য সোমবারে ১২০০ গ্রাম ছোলার ডাল ও সোয়া লিটার কাঁচা দুধ প্রদান করুন৷ যতক্ষন বিয়ে হচ্ছে না, ততক্ষন এই নিয়মটি প্রয়োগ করতে হবে৷ এই নিয়মে আপনার বিয়ের যোগসূত্র স্থাপন হয়ে যাবে৷

এবার আমি আপনাকে এমন নিয়ম বলতে চলেছি যেটা কখনই ব্যর্থ হবে না৷ যে মেয়ের জন্য নিয়মটি করা হচ্ছে তার বিয়ে শীঘ্রই হয়ে যাবে, কিন্তু সেই মেয়েটি বিয়ের যোগ্য হতে হবে৷ কোনও পূর্ণিমার রাত্রে এক কলসি জল ভরে নিয়ে তাতে একটি পদ্ম ফুল ও একটি মালা দিয়ে দিন৷ তারপর পাঁচজন বিবাহিতা মহিলাকে দিয়ে সেই কলসি টি একটি চৌকিতে লাল কাপড়ের উপর রাখুন৷ এই কলসিটি কোনও বিদ্বান ব্রাহ্মণ কে দিয়ে শ্রীসুক্ত দ্বারা অভিমন্ত্রিত করে ও বিবাহিতা মহিলাকে দিয়ে অভিষেক করিয়ে ‘ওঁ গং গণপত্যই নমঃ’ মন্ত্রটি ২০টি মালার জপ সেই ব্রাহ্মণ দিয়েই করান৷ পরের দিন কোনও মন্দিরে সেই কলসিটি রেখে আসুন৷ এই নিয়মটি করার কিছুদিন পর সেই মেয়েটির বিয়ে অবশ্যই হয়ে যাবে৷

এই নিয়মটিও মেয়েদের করতে হয়৷ এই নিয়মে কোনও শুক্লপক্ষের প্রথম সোমবার ভগবান শিবের নামে সাতটি ব্রতের সংকল্প নিয়ে ব্রত শুরু করুন৷ মেয়েটিকে সাদা আকন্দ ফুলের গাছে গিয়ে ধূপ ও দীপ অর্পণ ও জল আচমন করে আটটি পাতা ভেঙে নিয়ে আসতে হবে৷ সাতটি পাতার প্লেট তৈরি করুন ও অষ্টম পাতায় নিজের নাম লিখে ভগবান শিবকে অর্পণ করুন৷ ব্রতের ভোজন সাতটি পাতার প্লেটের উপর করুন ও ব্রত সম্পূর্ণ হবার পরে আকন্দ ফুল ভগবান আশুতোষকে (শিব) অর্পণ করুন৷ বিয়ের পরে মেয়েটিকে নিজের স্বামীর সাথে ১০৮টি আকন্দ ফুলের মালা তৈরি করে ভগবান শিবকে অবশ্যই অর্পণ করতে হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *