মা লক্ষ্মীকে তুষ্ট করে বাড়িতে সুখ ও শান্তি রাখুন / Keep happiness and peace at home by pleasing mother Lakshmi

মা লক্ষ্মীর পুজো চাল দিয়ে করুন :

কোনও দিন শুভ মুহূর্তে অথবা পূর্ণিমার দিন সকালে স্নানক্রিয়া ইত্যাদি সেরে নিন৷ এরপর একটি লাল রেশমের কাপড় নিয়ে এতে হলুদ চালের ২১টি অখণ্ডিত (অর্থাৎ কোনও চালের দানা ভাঙা অবস্থায় থাকবে না) দানা রাখুন৷ চাল হলুদ করবার জন্য হলুদ অথবা জাফরান ব্যবহার করুন৷ এবার এই দানাগুলিকে কাপড়ে বেঁধে দিয়ে মা লক্ষ্মীর জন্য বিধিপূর্বক চৌকি তৈরি করে এতে কাপড়ের পুঁটলিটি রাখুন৷ এরপর মা লক্ষ্মীর পুজোর করুন৷ পুজোর পরে লাল কাপড়ে বাধা চালটি নিজের পার্সে রেখে দিন৷ এভাবে আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন ও এই সংক্রান্ত সমস্যায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে৷                   

সূর্যাস্তের পরে ভুলেও ভাত খাবেন না :

কখনও সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধেবেলায় ভাত খাওয়া উচিত নয়৷ এতে বাড়িতে মা লক্ষ্মী রুষ্ঠ হন৷

বাড়িতে সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য টোটকা :

বাড়িতে সুখ-শান্তির জন্য মাটির লাল রঙের বাঁদর, যার হাত খোলা থাকবে বাড়িতে সূর্যের দিকে পিঠ করে রাখুন৷ এই নিয়মটি রবিবারে করতে হবে৷

সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য টোটকা :

রুপোর পাত্রে জাফরান জলে মিশ্রিত করে মাথায় টিকা লাগালে বাড়িতে সুখ-সমৃদ্ধি ও শান্তির পরিবেশ সৃষ্টি হবে৷ এই নিয়মটি বৃহস্পতিবারে করুন৷

বিবাহ না হলে অথবা পড়াশোনায় মন না বসলে :

বিবাহ না হলে অথবা পড়াশোনায় মন না বসলে হলুদ ফুলের দুটি হার লক্ষ্মী-নারায়ণের মন্দিরে অর্পণ করুন৷ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে৷ এই নিয়মটি বৃহস্পতিবারে করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *