মানুষের জীবনে শুভ-অশুভ লক্ষণ / Good and bad signs in human life

যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন যদি কোনও গরুকে তার বাছুরকে দুধ খাওয়াতে দেখেন তবে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসুন৷ বাড়ি থেকে একটি রুটি ও গুড় নিয়ে উক্ত গরুটিকে খাইয়ে দিন৷ আপনার দিনটি সৌভাগ্যশালী সিদ্ধ হবে৷

যদি হঠাৎ আপনি নীলকণ্ঠ (অপরাজিতা) ফুল দেখতে পান ও আপনার সামনে তার পাপড়ি ভেঙ্গে পরে যায় তো সেটাকে তুলে নিন৷ বাড়িতে এনে কোনও পরিষ্কার কাপড়ে মুড়ে রেখে দিন৷

রাস্তায় চলার সময় যদি আপনি মরদেহ দেখতে পান তাহলে ওই শ্মশানযাত্রীর সহিত আপনি কিছুদূর চলুন আর তারপর নিজের গন্তব্যস্থলে যান, ওই দিন সমস্ত কার্য সফল হবে৷ মরদেহ দেখা হিন্দুশাস্ত্র মতে শুভ হয়৷

বাড়িতে নেউল দেখা দিলে আপনার জন্য সৌভাগ্যশালী প্রমাণিত হতে পারে৷ কোনও কাজের জন্য যদি আপনি বাড়ি থেকে বের হন আর হঠাৎ যদি নেউল দেখা যায় অথবা আপনার রাস্তা কেটে চলে যায় তাহলে তাকে যেতে দিন৷ যেখান দিয়ে নেউলটি গমন করেছে সেখান থেকে একটু মাটি নিয়ে নিজের ব্যাগে রেখে দিন, আপনি পর্যাপ্ত ধনের অধিকারী হবেন৷ অসমাপ্ত কাজও সফল ভাবে পূর্ণ হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *