হীরা সাধারণত ভারতবর্ষ, দক্ষিণ আফ্রিকা, অঙ্গলা,নাম্বিয়া, রাশিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়৷
যে ব্যক্তি হীরা ধারণ করেন তিনি বিষাক্ত পোকামাকড়ের দংশনের হাত থেকে রক্ষা পান৷
বৃদ্ধ ব্যক্তিরা হীরা ধারণ করলে তাদের শরীরে শক্তি ও সাহসের সঞ্চার হয়৷
হীরা ধারণ করলে ভূত-প্রেত সংক্রান্ত ভয় থেকে মুক্তি পাওয়া যায়৷
হীরা ধারণ করলে ব্যক্তির সুখ-সমৃদ্ধি, মান-সম্মান ইত্যাদি সমস্ত সুখ প্রাপ্তি হয়৷
হীরাতে বশীকরণের অদ্ভূত ক্ষমতা দেখতে পাওয়া যায়৷
বংশ বৃদ্ধির জন্য হীরা ধারণ করা অত্যন্ত লাভদায়ক হয়ে থাকে৷
হীরা ধারণ করলে বৈবাহিক জীবনে সুখ প্রাপ্তি হয়ে থাকে৷
হীরা ধারণ করলে শুক্র জনিত রোগে ফল পাওয়া যায়৷
হীরা ধারণ করার ফলে মহিলা ও পুরুষ উভয়ের ব্যক্তিত্বে একটি ঔজ্বল্য ভাব ফুটে ওঠে৷