মনোস্কামনা পূরণের জন্য টোটকা / Tip to satisfy desires

কোনও বিশেষ মনোস্কামনা পূরণের জন্য শুক্লপক্ষে জটাযুক্ত নারকেল নতুন লাল সুতির কাপড়ে মুড়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷ এই নিয়মটি নিষ্ঠার সাথে করুন৷

শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে প্রতিদিন হনুমানজির চরণে ফুল অর্পণ করুন৷ ফুল অর্পণ করবার সময় হনুমানজির কাছে মনোস্কামনা পূরণের জন্য প্রার্থনা করুন৷ মনে রাখবেন এই নিয়মটি করবার সময় কেউ যেন আপনাকে না ডাকে অথবা ডাকলেও আপনি যেন তার উত্তর না দেন৷

জন্ম ছকে দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করলে ও খরচা অধিক হলে, বেলপাতায় চন্দন দিয়ে ‘ভৌভায় নমঃ’লিখে সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন৷ এই কাজটি করলে আপনার সীমিত পরিমাণে খরচ হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *