মনের মত চাকরি পাওয়ার জন্য একটি বহু প্রমাণিত টোটকা / Unique Totka for Job

এই বিশ্বে বেকার যুবক যুবতীর সংখ্যাটি নেহাৎ অল্পসল্প নয়, কোটি কোটি বেকার যুবক যুবতী হতাশা নিরাশার পরিমণ্ডলে, নিত্যদিন আবদ্ধ রয়েছেন, বহু কমেন্টস আসে আমার ব্লগে, আমার ইউ টিউব চ্যানেলে, দেখে শুনে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়।

এই প্রবন্ধে, আমি মনের মত চাকরি পাওয়ার জন্য, একটি বহু প্রমাণিত টোটকা নিয়ে আলোচনা করতে চলেছি।

এটি খুবই সরল এবং সহজ একটি টোটকা, যা কিনা চাকরি লাভে ইচ্ছুক যে কেউই করতে পারবে। যদি কেউ মানসিক দিক থেকে চাকরি করব বলে ঠিক করে থাকে, অনেক চেষ্টাচরিত্র করেও একটি সরকারি বা ভালো বেসরকারি চাকরি জোটাতে না পারে, তাহলে সেই যুবক বা যুবতীটি যে মনের দিক থেকে ভেঙে পড়বেই, সে তো বলাইবাহুল্য। এই প্রবন্ধে, সেই টোটকাটি নিয়েই আলোচনা করছি। নিজের পছন্দ মতো চাকরি পেতে এই টোটকাটির জুড়ি মেলা ভার। টোটকাটি করার শুরুতেই, যিনি চাকরি লাভের জন্য এই টোটকাটি করছেন, তিনি বাড়ির কাছাকাছি কোনও অশ্বত্থ গাছের মূল থেকে অল্প মাটি তুলে নিয়ে এসে একটি মাটির সরায় রাখবেন, এরপরে ওই মাটি থেকে সামান্য মাটি তুলে নিয়ে, একটি প্লাস্টিকের মধ্যে মুড়ে নিয়ে নিজের পকেটে রাখবেন। ওই মাটি রাখা সরাটিকে ৭ দিন একটানা পুজো করুন। পুজো শেষে প্রতিদিন নিজ ইষ্টদেব বা যে ঠাকুরকে তাঁর ভালো লাগে, তাঁর কাছে নিজের মনের ইচ্ছাটির কথাটি ১১ বার করে বলুন আপনি বা যিনি এটি করবেন , তিনি অবশ্যই যোগ্য চাকরি পাবেন, এমনটাই মনে করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *