পাঠক সঠিক নিয়ম পালনের মাধ্যমে এই মন্ত্রটির সাধনা করতে পারেন, তবে অবশ্যই ফললাভ করবেন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
মনে রাখতে হবে, গুরুমুখী বিদ্যা হওয়ার দরুন এই শাস্ত্র অতীব জটিল ও কোনো কোনো ক্ষেত্রে অতীব দুর্লভ।
এই ব্লগে আমি প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিবন্ধ্ লিখছি তা সে জ্যোতিষ বা তন্ত্র বা আরো অনেক ভবিষ্যৎ দর্শন সম্বন্ধীয়। আমার তথ্যের উপর ভিত্তি করে যারা কোনো মন্ত্র জপ্ বা যন্ত্রম তৈরী করবেন , তাদের অবশ্যই মনে রাখতে হবে , যে কোনো মন্ত্র বা তন্ত্রের ফলাফলের জন্য আমি বা আমার এই সাধু প্রয়াসটি অর্থাৎ আমার এই ব্লগটির কোনো ভাবেই দায়দায়িত্ত্ব থাকবেনা।
কারণ যিনি এই মন্ত্র বা তন্ত্রগুলির অভ্যাস করবেন তার দ্বারা কৃত কর্মের ত্রুটিবিচ্যুতির ফলে কোনো অসুবিধা বা অসাফল্য হতেই পারে। তার দায়ভার আমার বা আমার এই ব্লগটির থাকবে না। মূলত এটি একটি তথ্য ও শিক্ষা মূলক এবং সর্বোপরি সেবা মূলক ব্লগ হিসাবেই সারা বিশ্বে প্রতিষ্ঠিত রয়েছে।
এখানে আমি মন্ত্রটির ব্যবহার সম্পর্কে লিখছি, যতদিন ধরে এই মন্ত্রটির সাধনা করবেন, ততদিন ধরে মন্ত্র অভ্যাসকারী কে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং নিজের রান্না নিজের হাতে তৈরি করে নিতে হবে। অবশ্যই হাবিষ্যি ভোজন করতে হবে। এবং প্রতিদিন শুদ্ধচিত্তে , শুদ্ধপোশাকে সদ্ধমনে ও শুদ্ধস্থানে বসে একই সময়ে মন্ত্রটি জপ্ করে যেতে হবে।
প্রতিদিন ২,৫০০ বার করে ১,০০০০০ বার জপ ৪০ দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। ৪১ তম দিনের দিন পুনরায় ১০০৮ বার জপ করে , ১০০৮ বার হোম করবেন, এবং এইভাবে ১০ দিনে হোম করে অর্থাৎ ৫০ দিনের দিন হোম কর্ম সমাপন করবেন।তার পরের দিন ১০০০ বার তর্পন করে আভিসিঞ্চন করবেন। সব কাজ নিয়ম নিষ্ঠার সাথে সমাপন করে ১০ জন ব্রাহ্মণ কে সাদরে আপ্যায়ন করে ভোজন করাবেন। কর্ম শেষে আপনার মনের সকাল ইচ্ছাই পূরণ হবে।
প্রথম দিনেই জপ, হোম, তর্পন, আভিসিঞ্চন ও ব্রাহ্মণ ভোজনের সংকল্প অবশ্যই করে নেবেন। বিশেষ অসুবিধা হলে মন্ত্র জপের সংখ্যা কমিয়ে দিন সংখ্যা বাড়িয়ে ও নিতে পারেন।
মন্ত্র : ” ওঁ আং অং মম সর্ব মনস্কামনা সত্বর পূরণং কুরু কুরু নমঃ স্বাহা ।”
आप इन आर्टिकल को भी पसंद करेंगे
আপনার হয়তো এই প্রবন্ধ গুলিও ভালো লাগবে
इस शक्तिशाली मंत्र तीन महीनों में हमारी इच्छाओं को पूरा कर सकते हैं /তিন মাসে ইচ্ছে পূরণের শক্তিশালী মন্ত্র
इस मंत्र विवाहित जीवन में यौन संतुष्टि दे सकता है / এই মন্ত্রটি বিবাহিত জীবনে যৌন সন্তুষ্টি দিতে পারে
यह मंत्र परीक्षा या साक्षात्कार में सफलता दे सकते हैं / পরীক্ষা ও ইন্টারভিউতে সফলতা লাভের শক্তিশালী মন্ত্র
नौकरी में उच्च पदोन्नति प्राप्त करने के लिए मंत्र / চাকরিতে উচ্চ পদোন্নতি বা প্রমোশনের জন্য কার্যকরী মন্ত্র
एक बहुत शाकिशाली संकट नाशक बगलामुखी मंत्र / একটি অতি শক্তিশালী সঙ্কটনাশক বগলামুখী মন্ত্র
शीघ्र बिबाह ओर सन्तान प्रदाता मंत्र / সত্বর বিবাহ ও সন্তান প্রদাতা মন্ত্র
संतान प्राप्ति के लिए अनुभूत एक अचुक मंत्र / সন্তান প্রাপ্তির জন্য পরীক্ষিত একটি অনন্য মন্ত্র