মদের নেশা ছাড়াতে / To get rid of alcoholism

১৷ এমন বলা হয় যে, মদের নেশা যাকে একবার ধরেছে তাকে ছাড়ানো খুব সমস্যা হয়ে যায়৷ কিন্তু হোমিওপ্যাথি সেলেনিয়াম ৩০ এমন একটি ঔষধ আছে যা কিছুদিন সেবন করলে মদে আসক্ত ব্যক্তিদের মদে অরুচি হয়৷ একদিনে  তিনবার সেবন করলে প্রথমদিনেই আশ্চর্যজনক ফলাফল পাওয়া যায় ও মদ খাবার ইচ্ছা চলে যায়৷ সম্পূর্ণ লাভ পাবার জন্য কিছুদিন পর্যন্ত নিয়মিত সেবন করুন৷

২৷ আপেলের রস বারে বারে খেলে অথবা খাবারের সাথে আপেল খেলে মদের নেশা চলে যায়৷ সেদ্ধ আপেল দিনে তিনবার সেবন করলে কিছুদিনের মধ্যে মদের নেশা চলে যাবে৷

৩৷ ৫০০ গ্রাম জোয়ান বেটে ৭ লিটার জলে দু দিনের জন্য ভিজিয়ে দিন৷ তারপর অল্প আঁচে এতটা সিদ্ধ করুন যাতে জল ২ লিটার থেকে যায়৷ ঠাণ্ডা হলে জলটি ছেঁকে বোতলে ভরে নিন৷ মদের নেশা পুনরায় শুরু হলে ৫ চামচ মাত্রায় খেলে মদের নেশা চলে যাবে৷

৪৷ যে মহিলাদের স্বামী অত্যধিক মদের নেশা করে অথবা নিজের রোজগারের বেশিরভাগ খরচ মদের পিছনে দিয়ে দেয়, তাদের জন্য এটি একটি সরল টোটকা৷ যে দিন আপনার স্বামী মদ খেয়ে বাড়িতে আসবে, আপনার জুতো ও তার জুতো নিজের থেকে উল্টো হয়ে যাবে তখন আপনি এই জুতোর সমপরিমাণ ওজনের আটা নিয়ে সেটিকে বিনা তাওয়া ও চাটু ছাড়া রুটি বানিয়ে কুকুরকে খাইয়ে দিন৷ কিছুদিন পর সে মদকে ঘৃণা করতে শুরু করবে৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *