ভয় নাশক টোটকা / Fearless Totka

যে কোনও প্রকার টোটকা বেশি প্রভাবশালী করবার জন্য দীপাবলী, হোলি ইত্যাদি শুভক্ষণে তার সঙ্গে সম্পর্ক যুক্ত মন্ত্রের একটি মালা অবশ্যই জপ করা উচিত৷ এর পরেই এই টোটকাটির প্রভাব হয়৷ এতে ভগবান দত্তত্রেয়র উপাসনা ও ইন্দ্রজাল সাধনার মন্ত্রটিও সিদ্ধ করা আবশ্যক৷ সেই সময়ে তান্ত্রিক রূপে জরি-বুটিকে আমন্ত্রণ জানিয়ে যদি নিজের কাছে রেখে দেওয়া যায় তাহলে, এই সাধক সারা বছর তার চমৎকারী গুণ দেখাতে পারে৷ নিম্নে কিছু ভয় নাশক টোটকা দেওয়া হল৷ যদি সাধক দীপাবলিতে এই টোটকাটি সিদ্ধ না করতে পারেন তাহলে প্রয়োগ করবার জন্য কোনও শুভক্ষণে উক্ত মন্ত্রটি ১০০৮ বার জপ ও পূজা-যোগ অর্পণ করে তন্ত্রের ব্যবহার করতে পারে৷ ভয় নাশক টোটকাগুলি নিম্নপ্রকার–

  • ময়ূরের পালক বাড়িতে রাখলে সাপ ঘরে আসে না৷
  • অশ্লেষা নক্ষত্রতে আমলার শিকড় নিয়ে হাতে ধারণ করলে সাধক হিংস্র পশু থেকে ভয় মুক্ত থাকতে পারবে৷
  • কেওড়া গাছের শিকড় মাথায় লাগালে চোরের ভয় থাকে না৷
  • তান্ত্রিক বিধি-নিয়ম অনুযায়ী রবিপুস্প যোগে সাদা আকন্দ ফুলের শিকড় নিয়ে ধারণ করলে বাঘ ইত্যাদি হিংস্র পশুর কোনও ভয় থাকে না৷ এই যোগে কালো ধুতরা ফুলের শিকড় নিয়ে কাজ করলেও ভালো ফল পাওয়া যায়৷    
  • আগুনের ভয় থেকে মুক্তি পাবার জন্য সাদা আকন্দ ফুলের শিকড় ধারণ করলে লাভ পাওয়া যায়৷
  • ফিরোজা রত্ন ধারণ করলে বিষধর জংলী সাপ, বিছা ইত্যাদি সাধকের সামনে আসতে পারে না৷
  • অশ্লেষা নক্ষত্রে নিয়ম করে লজ্জাবতী লতার শিকড় নিয়ে শরীরে ধারণ করলে সেই ব্যক্তি সমস্ত রকমের ভয় থেকে মুক্তি পায়৷
  • কৃত্তিকা নক্ষত্রে তৈরি করা লোহার আংটি ধারণ করলে ওই ব্যক্তি সমস্ত রকমের জাদু-টোনা ও বিভিন্ন প্রয়োগের হাত থেকে বাঁচতে পারে৷ এই আংটি সমস্ত ধরনের কুপ্রভাব থেকে রক্ষা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *