ঘোড়ার নালের বিশেষ টোটকা
নজর দোষে নালের মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ প্রায়শই এমন দেখা যায় যে, বাড়ি, দোকান, ব্যবসার স্থানে প্রধান দরজায় নাল লাগানো থাকে৷ এই নাল খারাপ নজর থেকে রক্ষা করে, কিন্তু এই কাজের জন্য যে কোনও ঘোড়ার নাল কার্যকরী হয় না৷ টোটকাটি নিম্নরূপ—
নিয়ম : কালো ঘোড়ার নাল নজর ও টোটকায় বিশেষ প্রভাবশালী হয়৷ শনিবার অথবা মঙ্গলবার কালো ঘোড়ার নাল নিয়ে আসুন, তারপর গঙ্গাজল দিয়ে ধুয়ে এটিকে শুদ্ধ করে নিন৷ এরপর নালের মুখটিকে উপরের দিকে করে দরজায় লাগিয়ে দিন৷ এই কথাটি বিশেষ ভাবে মনে রাখতে হবে যে, যদি দরজার প্রধান দিক পূর্ব অথবা পশ্চিম দিকে হয় তাহলে শুক্রবারে লাগাতে হবে৷ নজর দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন৷
ঋণ থেকে মুক্তি পাবার টোটকা
আজকের বর্তমান যুগে পঞ্চাশ শতাংশ ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত ও ঋণের টোপ থেকে যতই বাইরে আসার চেষ্টা করুক না কেন ততই ঋণে জড়িয়ে পড়ে৷ জীবনের কোনও-না-কোনও বিশেষ মুর্হূতেএসে প্রত্যেক বাক্তিকেই ঋণ নিতে হয়৷ যদি ঋণের পরিস্থিতি এমনই হয় যে, সেটা শোধ করতে কয়েক যুগ চলে যায় কিন্তু ঋণশোধ শেষ হয় না৷ পাঠকদের লাভের জন্য একটি টোটকা নিম্নে দেওয়া হলো—
নিয়ম : সর্বপ্রথম পাঁচটি গোলাপ ফুল নিন৷ মনে রাখবেন এর পাপড়ি যেন ভাঙা না থাকে৷ তারপর সোয়া মিটার সাদা কাপড় সামনে মেলে রাখুন ও গোলাপ ফুলগুলি কাপড়ের চার কোনায় বাঁধুন৷ পঞ্চম গোলাপটি কাপড়ের মাঝখানে রেখে গিঁট লাগিয়ে দিন৷ এই কাপড়ের পুঁটলিটি গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে ভাসিয়ে দিন৷ প্রভুর কৃপায় ঋণ থেকে মুক্তি ও বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে৷