বড় এলাচের উপকারিতা / Benefits of large cardamom

নেউলের বিষ

এলাচের গুঁড়ো দইয়ের সাথে সেবন করলে নেউলের বিষ নিষ্ক্রিয় হয়ে যায়৷

ভয় ও বমি-বমি ভাব

এলাচের দানা বেঁটে নিয়ে খেলে অথবা মধুতে মিশিয়ে চাটলে ভয় ও বমি-বমি ভাব দূর হয়ে যায়৷

হৃদরোগে

এলাচের দানা ও গোলমরিচের মূল সমান সমান মাত্রায় নিয়ে ঘি এর সাথে প্রতিদিন সকালে চাটলে হৃদরোগের সমস্যা থাকে না৷

শীঘ্রপতন

এলাচের দানা ও ইসবগুল সমান মাত্রায় নিয়ে আমলার রসে মিশিয়ে দিয়ে বড় করে গুলি তৈরি করুন৷ একটি করে গুলি সকাল সন্ধ্যায় খেলে শীঘ্রপতন থেকে মুক্তি পাওয়া যায়৷

প্রস্রাবের সাথে ধাতু নির্গত হওয়া  এলাচের দানা ও সেঁকা হিঙের গুঁড়ো প্রায় ৩৬০ মিলিগ্রাম ঘি ও দুধের সাথে রোগীকে দিলে প্রস্রাবে ধাতুজনিত সমস্যা থাকে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *