ব্যবসায় সফল হওয়ার কয়েকটি নিয়ম / Some rules for business success

আজকাল মনের মত চাকরি পাওয়া যায় না৷ চাকরি পেলেও আশানুরূপ মাইনে পাওয়া যায় না৷ এমতাবস্থায় ব্যক্তির কাছে বিকল্প ব্যবস্থা বলতে নিজের কিছু ব্যবসা বা কাজ শুরু করা কিন্তু আজকাল নিজের কাজ শুরু করে তাতে সফল হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়৷ সাধারণ ব্যাক্তি কোনও নতুন ব্যবসা শুরু করার আগে সর্বদা আতঙ্কগ্রস্ত থাকে এই ভেবে যে ব্যবসায় সে দাঁড়াতে পারবে কিনা? এই পরিস্থিতি অনেকের সামনেই এসে থাকে৷ যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান বা চালু ব্যবসায় গতি আনতে চান তাহলে আপনি নিটেক দেওয়া নিয়মগুলির মধ্যে যে কোনও একটি নিয়ম করে আপনি লাভবান হতে পারেন৷ এই নিয়মগুলি হল অনুভূত টোটকা, আর আমি এই নিয়মগুলির সাহায্যে অনেককেই লাভবান হতে দেখেছি৷

যদি আপনার ব্যবসা ভালোভাবে না চলে অথবা আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাহলে এই নিয়মটি করতে পারেন৷ কোনও বৃহস্পতিবারে আপনি হলুদ ও লাল রেশমি কাপড় নিয়ে দুটি থলি তৈরি করুন৷ হলুদ থলিতে ৩০০ গ্রাম গোটা হলুদ ও ততটাই নুন ও তিনটি কেশরের কৌটা রাখুন৷ পরের দিন শুক্রবারে লাল থলিতে তিনটি অভিমন্ত্রিত কড়ি, ততটাই গোমতী চক্র ও অল্প কালো হলুদ রাখুন৷ এবার আপনি পরের দিন শনিবারে অন্ধকার হবার পর ব্যবসার স্থানে লাল আসনে বসুন৷ সামনে চালের স্তূপ বানিয়ে দুটি থলি তাতে রাখুন৷ নিজের ইষ্টদেবতার স্মরণ করে দুটি থলিতে কেশর দিয়ে তিলক কাটুন ও দুটি হাত প্রসারিত করে ব্যবসার উন্নতির জন্য প্রার্থনা করুন৷ যখন আপনি হলুদ থলিটি নিজের গলায় অথবা সিন্দুকে রাখবেন ও লাল থলিটি বাড়িতে অর্থ রাখবার স্থানে রেখে দিন৷ এর প্রভাবে আপনার ব্যবসায় চমৎকার ভাবে পরিবর্তন হবে ও আপনি লাভবানও হবেন৷
যদি আপনি নিজের চলমান ব্যবসা ছাড়া অন্য একটি ব্যবসা শুরু করেছেন ও সেটি ঠিকমতো চলছে না তাহলে কোনও প্রথম শনিবারে নিজের ব্যবসা স্থলে কোনও লোহার বস্তু রাখুন৷ নতুন ব্যবসার স্থান গঙ্গাজল দিয়ে ধুয়ে প্রথমে কিছু কালো কলাইয়ের দানা ও তার উপর লোহার বস্তুটি রাখুন৷ এতে আপনাকে মনে রাখতে হবে যে বস্তুটি যেন সেখান থেকে সরানো না হয়৷ আপনার নতুন ব্যবসায়ে চমৎকার গতি পাবে৷ এই নিয়মটি সেই ব্যক্তিও করতে পারবে যাদের একটাই ব্যবসা থাকবে ও সেটা নতুন কিন্তু গতিশীল নয়৷ আপনি এর জন্য কোনও পরিচিত ব্যক্তির কাছ থেকে (যার চালু ব্যবসা থাকবে) লোহার বস্তু নিয়ে আসুন৷ এতে একথা মনে রাখতে হবে যেন লোহার বস্তুটি চুরি করে আনা না হয়৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *