বিয়ের বাধা কাটানোর নিয়ম / Rules for overcoming barriers to marriage

আমি আপনাকে এমন নিয়ম বলতে চলেছি যা করলে বিয়েতে কোনও ধরনের বাধা আসবে না৷ যে সময়ের যোগসূত্র আপনার জন্মছকে আছে,বিয়ে সেই সময়েই হবে৷ এর জন্য মঙ্গলবারে সকালে সূর্য উদয়ের সাথে একটি শুকনো নারকেল নিয়ে নিন৷ ৩০০ গ্রাম পেষা চিনি ও ১১ টাকার পঞ্চমিষ্টি (পাঁচ রকমের মিষ্টি যুক্ত দ্রব্য) মিশিয়ে নিন৷ নারকোলে একটি ছিদ্র করুন যাতে আপনার হাতের আঙুলটি অনায়াসে ভিতরে ঢোকাতে পারেন৷ তাতে পেষা চিনি ও পাঁচ রকম মিষ্টি মিশিয়ে ভরে দিন ও কোনও অশ্বত্থ গাছের নিচে অল্প গর্ত খুঁড়ে পুঁতে দিন৷ যতটা চিনি অবশিষ্ট থাকবে, সেগুলি গর্তের উপর রেখে একটি পাথর রেখে দিন যাতে কোনও জন্তু সেটিকে সরাতে না পারে৷ এভাবে আপনি ক্রমাগত ৭টি মঙ্গলবার করুন৷ কোনও মহিলাকে ক্রমাগত সাতটি মঙ্গলবার না করলেও চলবে কিন্তু তারা ঋতুমতী থাকলেও কোনও অসুবিধা হবে না৷ এইজন্য মাসিক চলাকালীন নিয়মটি বন্ধ করে দিন ও শুদ্ধ হবার পর পুনরায় নিয়ম আরম্ভ করুন৷ এই নিয়মে মনে রাখতে হবে যে, সোমবার রাত্রি থেকে মঙ্গলবার পর্যন্ত জল পান ও কারোর সাথে কথা বলা চলবে না৷ সাতটি মঙ্গলবার হবার পরে আপনি নিজেই লাভ দেখতে পারবেন৷

এই নিয়মটি স্ত্রীজাতির জন্য৷ এই নিয়মটির জন্য কোনও শুক্লপক্ষের প্রথম তিথিতে সকালে স্নান করার পরে শ্রীরাম ও সীতার একসঙ্গে আছে এরকম ছবিতে ষোড়ষোপচার পুজোর পরে ছবির সামনে বসুন৷ তারপর নিম্ন মন্ত্রটি ১০৮ বার জপ করুন৷ এই নিয়মটি ক্রমাগত ৪০ দিন করতে হবে৷ স্ত্রীজাতিদের ঋতুমতী অবস্থায় সেই দিনগুলিতে নিয়ম না করলেও চলবে, এইজন্যে যতদিন আপনি শুদ্ধ হচ্ছেন না ততদিন নিয়মটি বন্ধ রাখতে হবে৷ শুদ্ধ হবার পরে পুনরায় আরম্ভ করুন৷ অশুদ্ধ হবার আগে ও শুদ্ধ হবার পরে দিনগুলিকে মিলিয়েই দিনের গণনা করা হবে৷ প্রভুর কৃপায় ৪০ দিনেই সম্পর্ক স্থাপন হয়ে যাবে৷

মন্ত্র- সুনু সিয় সত্য অসীম হমারি৷
পুজহি মনকামনা তুমহারি৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *