বিয়েতে বাধা দূর করার নিয়ম / Rules for overcoming obstacles in marriage

যদি কোনও মেয়ের জন্মাছকে মঙ্গল যোগ হবার ফলে বিয়েতে কোনও বাধা আসে তাহলে তাকে মঙ্গল চণ্ডিকা স্ত্রোত্র মঙ্গলবারে ও শনিবারে সুন্দর কাণ্ড পাঠ করতে হবে৷ এতেও বিয়ের বাধা দূর হয়ে যায়৷

এই নিয়মটি শুধুমাত্র স্ত্রী-জাতির জন্যেই৷ বিশেষ করে বয়স বাড়ার পরেও যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য৷ শুক্রবার রাত্রিতে আটটি শুকনো খেঁজুর নিয়ে জলে সিদ্ধ করে জলের সাথেই নিজের শোবার ঘরে মাথার কাছে রেখে দিন ও শনিবার সকালে স্নান করার পরে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷ এই নিয়মটিও ভালো কাজ করে৷

এই নিয়মটিও মেয়েদের করতে হয়৷ এই নিয়মে কোনও শুক্লপক্ষের প্রথম সোমবার ভগবান শিবের নামে সাতটি ব্রতের সংকল্প নিয়ে ব্রত শুরু করুন৷ মেয়েটিকে সাদা আকন্দ ফুলের গাছে গিয়ে ধূপ ও দীপ অর্পণ ও জল আচমন করে আটটি পাতা ভেঙে নিয়ে আসতে হবে৷ সাতটি পাতার প্লেট তৈরি করুন ও অষ্টম পাতায় নিজের নাম লিখে ভগবান শিবকে অর্পণ করুন৷ ব্রতের ভোজন সাতটি পাতার প্লেটের উপর করুন ও ব্রত সম্পূর্ণ হবার পরে আকন্দ ফুল ভগবান আশুতোষকে (শিব) অর্পণ করুন৷ বিয়ের পরে মেয়েটিকে নিজের স্বামীর সাথে ১০৮টি আকন্দ ফুলের মালা তৈরি করে ভগবান শিবকে অবশ্যই অর্পণ করতে হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *