বিভিন্ন সমস্যাতে সহজ ও সরল কিছু টোটকা / Some simple and straightforward tips on various problems

এখানে আমি আপনাকে এমন কিছু সরল নিয়ম বা টোটকা বলতে চলেছি যেগুলির সাহায্যে আপনি নিজের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজ ভাবেই করতে সক্ষম হবেন৷

যদি কারোর বাবা কোনও কারণে কষ্টে থাকেন, তাহলে সে যে কোনও রবিবারে নিজের পৈতৃক বাড়িতে ১১ জন অন্ধ ব্যক্তি অথবা ১১ জন বৃদ্ধকে ভোজন করান৷ ভোজন না করাতে পারলে ভোজনের সমপরিমাণ অর্থও দেওয়া যেতে পারে৷

যদি স্বামী-স্ত্রী পরস্পর ঝগড়া হতে থাকে তাহলে স্ত্রীকে নিজের খাবারের কিছু অংশ আগুনে ফেলতে হবে, ও রাত্রে শোবার সময় উনুন দুধ ঢেলেই নেভাতে হবে৷ আজকাল অধিকাংশ বাড়িতে গ্যাস উনুনের ব্যবহার করা হয়৷ সেইজন্য গ্যাস নেভানোর আগে উনুনে দুধ ছিটিয়ে দিতে হবে ও তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে৷

সরকারি চাকুরীরত ব্যক্তিদের সর্বদা রবিবারে গুড় ও গম গরুকে খাওয়াতে হবে এবং ছোলা লাল মুখওয়ালা বাদরকে খাওয়াতে হবে৷ এই নিয়মটি নিষ্ঠার সাথে করলে তার চাকরিতে কোনও প্রকারের অসুবিধা হবে না৷

আপনি যদি কোনও প্রকারের মানসিক কষ্ট থেকে পীড়িত থাকেন তাহলে নিজের মায়ের কাছ থেকে কিছুটা চাল নিয়ে সেটি সাদা রুমালে বেঁধে সর্বদা নিজের কাছে রাখুন৷ মানসিক কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন৷

যদি কোনও ব্যক্তির ফুসফুস সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে ১১ টি বৃহস্পতিবার জাফরান ও ছোলার ডাল জলে প্রবাহিত করলে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *