এখানে আমি আপনাকে এমন কিছু সরল নিয়ম বা টোটকা বলতে চলেছি যেগুলির সাহায্যে আপনি নিজের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজ ভাবেই করতে সক্ষম হবেন৷
যদি কারোর বাবা কোনও কারণে কষ্টে থাকেন, তাহলে সে যে কোনও রবিবারে নিজের পৈতৃক বাড়িতে ১১ জন অন্ধ ব্যক্তি অথবা ১১ জন বৃদ্ধকে ভোজন করান৷ ভোজন না করাতে পারলে ভোজনের সমপরিমাণ অর্থও দেওয়া যেতে পারে৷
যদি স্বামী-স্ত্রী পরস্পর ঝগড়া হতে থাকে তাহলে স্ত্রীকে নিজের খাবারের কিছু অংশ আগুনে ফেলতে হবে, ও রাত্রে শোবার সময় উনুন দুধ ঢেলেই নেভাতে হবে৷ আজকাল অধিকাংশ বাড়িতে গ্যাস উনুনের ব্যবহার করা হয়৷ সেইজন্য গ্যাস নেভানোর আগে উনুনে দুধ ছিটিয়ে দিতে হবে ও তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে৷
সরকারি চাকুরীরত ব্যক্তিদের সর্বদা রবিবারে গুড় ও গম গরুকে খাওয়াতে হবে এবং ছোলা লাল মুখওয়ালা বাদরকে খাওয়াতে হবে৷ এই নিয়মটি নিষ্ঠার সাথে করলে তার চাকরিতে কোনও প্রকারের অসুবিধা হবে না৷
আপনি যদি কোনও প্রকারের মানসিক কষ্ট থেকে পীড়িত থাকেন তাহলে নিজের মায়ের কাছ থেকে কিছুটা চাল নিয়ে সেটি সাদা রুমালে বেঁধে সর্বদা নিজের কাছে রাখুন৷ মানসিক কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন৷
যদি কোনও ব্যক্তির ফুসফুস সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে ১১ টি বৃহস্পতিবার জাফরান ও ছোলার ডাল জলে প্রবাহিত করলে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে৷