বিভিন্ন রোগে ডালিমের উপকারিতা / Benefits of pomegranate in various diseases

দাঁত থেকে রক্ত পড়া

ডালিমের ফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন৷ এটি মাজনের মতো দিনে ২ অথবা ৩ বার দাঁত মাজলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়ে দাঁত শক্ত হয়ে যাবে৷ 

বমি

ডালিমের বীজ বেটে নিয়ে তাতে অল্প গোলমরিচ ও নুন মিশিয়ে খেলে পিত্তযুক্ত বমি থেকে মুক্তি পাওয়া যায়৷

ডালিমের রস পান করলে গর্ভবতীর স্ত্রীর বমি ভাব দূর হয়ে যায়৷

ডালিমের রসে মধু মিশিয়ে চাটলে বমি ভাব দূর হয়ে যাবে৷

শুকনো ডালিমের দানা জলে ভিজিয়ে রাখুন৷ কিছুক্ষন পর এই জলটিকে পান করলে বমি ভাব দূর হয়ে যাবে৷              

শিশুদের কাশি

শিশুদের কাশি হলে ডালিমের খোসা খাওয়ানো উচিত অথবা ডালিমের রসে ঘি, চিনি, এলাচ ও বাদাম মিশিয়ে দেওয়া উচিত৷

শিশুদের ডায়রিয়া ও আমাশয়

শিশুদের ডায়রিয়া ও আমাশয় হলে ডালিমের খোসা ঘষে খাওয়ালে লাভ পাওয়া যায়৷

পেটের কৃমি

ডালিম গাছের পাতা রোদে শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে ৬ গ্রাম মাত্রায় সকালে গরুর দুধের সরের সাথে অথবা শুদ্ধ জলের সাথে সেবন করুন৷ এতে পেটের সমস্ত কৃমি দূর হয়ে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *