বিভিন্ন রোগের কিছু টোটকা / Some tips for different diseases

নজর লাগা ব্যক্তির উপর থেকে সাদা ফিটকারীর একটি টুকরো ঘুরিয়ে চুলায় ফেলে দিন। তিনদিন পর্যন্ত্য ক্রমাগত দিনে তিনবার করলে ফল পাওয়া যায়। 

কুলের বীজ সাদা সুতোয় গেঁথে রোগীর গলায় ধারণ করলে বসন্ত রোগ ভালো হয়ে যায়। 

তাজা ব্রাহ্মনির শিকড় তুলে আনুন ও কালো সুতায় গিঁঠ দিয়ে রোগীর গলায় পরিয়ে দিন। এতে মৃগী রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই কাজটি শুধুমাত্র মঙ্গলবারে করুন। 

কালো ধুতরার শিকড় খালি খোলে ভরে চকচকে কালো সুতায় কোমরে বাঁধলে স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া যায়।   

কুশের তৈরী মাদুরে ঘুমোলে মূত্রাশয় সম্পর্কিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

বাবলার অংকুর ১০ গ্রাম ভালো করে গুঁড়ো করে এর সমান মিশ্রী মিশিয়ে শুদ্ধ জলের সাথে খান। এতে গনোরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়।  

পেটে পাথর হলে লোহার আংটি মধ্য আঙুলে ধারণ করতে হবে। 

লাল অপাঙের পাতার মালা প্রতিদিন পরলে গলার সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

লোহার আংটি তৈরী করে কৃত্তিকা নক্ষত্রে ধারণ করলে প্রেত বাধা থেকে মুক্ত থাকা যায়। 

মূল নক্ষত্রে খেঁজুরের শিকড় এনে ধারণ করলে মানসিক রোগ থেকে মুক্ত থাকা যায়। 

মনোবল বাড়াবার জন্য লাল প্রবাল ধারণ করুন। 

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *