বিভিন্ন ফলদায়ী টোটকা / Various fruitful tips

যে ব্যক্তি ডায়রিয়া রোগগ্রস্ত তাকে সহদেবী উদ্ভিদের শিকড় সাত টুকরো করে লাল সুতার দ্বারা কোমরে বেঁধে নেওয়া উচিত৷

সাদা ওজ্ঞা গাছের শিকড় মাথায় লাগালে যে কোনও প্রকারের সম্মোহিত ব্যক্তি ঠিক হয়ে যায়৷

উপরোক্ত শিকড়কে গুঁড়ো করে জলে ভিজিয়ে রাখুন৷ সকালে উঠে সেটিকে ভালোভাবে ছেঁকে তার জল দিয়ে মাথা ধুয়ে নিন৷ এটি একটি উত্তম চুল-পরিচর্যা৷

গোরাখমুন্ডির সবুজ উদ্ভিদের রস শরীরে মালিশ করলে সব পীড়া দূর হয়ে যায়৷

সর্প দংশন ব্যক্তির নাকে কুলিকা গাছের শিকড়ের গুঁড়ো কিছু মাত্রায় দিলে ব্যক্তিটি ঠিক হয়ে যায়৷

বাঁশের শিকড় জ্বালিয়ে সেটি কানে পরলে শত্রুর ভয় কেটে যায়৷ ময়ূরের পালক রেখে দিলে সাপ বাড়িতে প্রবেশ করতে পারে না৷

কেভরের শিকড় কানে ধারণ করলে শত্রু ভয় শেষ হয়ে যায়৷

হীরা ধারণ করা ব্যক্তির বিষাক্ত জন্তুর থেকে কোনও ভয় থাকে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *