বিবাহিতাদের শশুরবাড়িতে সুখী থাকার টোটকা / Totka to be happy in the in-laws’ house of married people

বৃহস্পতিবার অথবা মঙ্গলবারে সাতটি গোটা হলুদ, অল্প গুড় ও একটি পিতলের টুকরো পুটলির মধ্যে বেঁধে শ্বশুরবাড়ির দিকে ফেলে দিন৷ এতে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে৷

মেয়েরা নিজের শ্বশুরবাড়িতে থাকাকালীন এই নিয়মটি করুন৷ মেহেন্দি ও গোটা কলাই যেদিকে বধূর ঘর থাকবে সেই দিকে ছুঁড়ে দিলে বর ও বধূর মধ্যে প্রেম-ভালোবাসা বেড়ে যায়৷

কোনও বিশেষ কার্যের জন্য বাড়ি থেকে বেরোবার সময় একটি গোটা লেবু নিয়ে গরুর গোবরে গেঁথে দিন ও তার উপর অল্প পরিমাণে কামাখ্যা সিঁদুর ছিটিয়ে নিজের কাজের মনোস্কামনা জানিয়ে সেখান থেকে চলে গেলে আপনার কার্য নিশ্চিত হয়ে যাবে৷

শ্রাবণ মাসের প্রথম বর্ষায় ভালোভাবে স্নান করলে দুর্ভাগ্য থাকে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *