বিদ্যা-বুদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য রুদ্রাক্ষ

বিদ্যা,জ্ঞান, ও বুদ্ধি প্রাপ্তির জন্য তিনমুখী ও ছয়মুখি রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি ধারণ করলে তীব্র বুদ্ধি হয় ও অদ্ভুত স্মরণ শক্তি প্রাপ্তি হয়।যারা পড়াশোনায় কমজোর তাদের অবশ্যই ধারণ করা উচিত। তিনমুখী বা ছয়মুখি রুদ্রাক্ষ ধারণ করলে সৃজনশীল কাজেও সফলতা পাওয়া যায়। যেমন যদি আপনি ফ্যাশন ডিসাইনার হন,সৌন্দর্য জগতে যুক্ত আছেন,লেখক বা সম্পাদক হন,চিত্রকর বা গবেষক হলে এই রুদ্রাক্ষ আপনাকে অনেকটাই সফলতা এনে দেবে।

রোজগার,ব্যক্তিত্ব,ও ইন্টারভিউ তে সফলতার জন্য রুদ্রাক্ষ

যদি আপনি রোজগার করতে চান তাহলে নয় মুখী,চার মুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন,সফলতা অবশ্যই পাবেন।এটি ধারণ করলে সহ্যক্ষমতা,বীরত্ব,সাহস,কর্মঠতা বৃদ্ধি পায়।এটির সবচেয়ে বড় গুন্ হল,এই রুদ্রাক্ষ সংকল্প বৃদ্ধির সহায়ক হয়ে থাকে, যাতে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। বেকার অথবা চাকরির সন্ধান যারা করছেন সেই ব্যক্তিগণ এর থেকে উত্তম রোজগার করতে পারবেন। যদি আপনি বারে বারে ইন্টারভিউ তে অসফল থাকেন  তাহলে এর মধ্যে থেকে যে কোনও একটি রুদ্রাক্ষ ধারণ করলে লাভ পাওয়া যাবে। যদি আপনি জীবনে আগে অগ্রসর হবার বদলে পিছনে অগ্রসর হন তাহলে এই রূদ্রাক্ষ ধারণ করলে উন্নতি অবশ্যই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *