বা কোনো ছাত্র বা ছাত্রী বিদ্যায় উন্নতি করতে পারছে না, সে ক্ষেত্রে সঠিক নিয়মে এই যন্ত্রমটি প্রয়োগ করলে, খুবই উপকার পাওয়া যাবে, সন্দেহ নেই।
প্রথমেই কয়েকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখতে হবে, গুরুমুখী বিদ্যা হওয়ার দরুন এই শাস্ত্র অতীব জটিল ও কোনো কোনো ক্ষেত্রে অতীব দুর্লভ।
এই ব্লগে আমি প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিবন্ধ্ লিখছি তা সে জ্যোতিষ বা তন্ত্র বা আরো অনেক ভবিষ্যৎ দর্শন সম্বন্ধীয়। আমার তথ্যের উপর ভিত্তি করে যারা কোনো মন্ত্র জপ্ বা যন্ত্রম তৈরী করবেন , তাদের অবশ্যই মনে রাখতে হবে , যে কোনো মন্ত্র বা তন্ত্রের ফলাফলের জন্য আমি বা আমার এই সাধু প্রয়াসটি অর্থাৎ আমার এই ব্লগটির কোনো ভাবেই দায়দায়িত্ত্ব থাকবেনা।
কারণ যিনি এই মন্ত্র বা তন্ত্রগুলির অভ্যাস করবেন তার দ্বারা কৃত কর্মের ত্রুটিবিচ্যুতির ফলে কোনো অসুবিধা বা অসাফল্য হতেই পারে। তার দায়ভার আমার বা আমার এই ব্লগটির থাকবে না এবং সমুদ্রের মতো বিশাল ব্যাপ্তি নিয়ে যে তন্ত্র শাস্ত্র স্বয়ং দেবাদিদেব শিবের মুখনিঃসৃত ও গুরু পরম্পরায় প্রবাহিত হয়ে চলেছে , তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো পুস্তক বা তথ্য সম্বলিত আলোচনায় কোনো মন্ত্রের সাথে এই ব্লগের কোনো প্রবন্ধের মিল পেলেও তা বিনামূল্যে প্রকাশিত ও বিতরিত তথ্য ও শিক্ষামূলক দানের মাপকাঠিতেই বিচার্য।আরো মনে রাখতে হবে, এই ব্লগটি মূলত এটি একটি তথ্য ও শিক্ষা মূলক এবং সর্বোপরি সেবা মূলক ব্লগ হিসাবেই সারা বিশ্বে প্রতিষ্ঠিত রয়েছে।
এখন এই প্রবন্ধে আমি এই মন্ত্রটির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করছি। যিনি এই মন্ত্রটি অভ্যাস করবেন, তিনি যে কোনো পক্ষের যে কোনো সোমবার শুদ্ধভাবে ও শুদ্ধাসনে বসবেন, অবশ্যই উত্তরমুখে বসবেন, ও প্রতিদিন কর্ মালায় বা রুদ্রাক্ষের মালায় ১০৮ বার করে জপ করবেন। মনে রাখতে হবে প্রতি দিন একই সময়ে জপে সঠিক ভাবে ফললাভ হবেই। প্রতিদিনই দেবীর সামনে ধূপকাঠি ও সর্ষের তেলের প্রদীপ জ্বেলে নেবেন। ব্যবসার ক্ষেত্রে মা লক্ষ্মীর চিত্রের সামনে এবং বিদ্যার ক্ষেত্রে মা সরস্বতীর চিত্রের সামনে বসে জপ ও যন্ত্রম প্রস্তুত করবেন।
সকালে স্নান করে মা সরস্বতীর বা মা লক্ষ্মীর মূর্তি বা ছবিকে যথা নিয়মে পূজা অর্চনা করার পর শুদ্ধ্ বস্ত্রে শুদ্ধ মনে একটি ভুজ্যপত্রে বা একটি সাদা কাগজে রোলি বা অষ্টগন্ধ কালি সহযোগে যন্ত্রমটি ডালিম ডালের কলম দিয়ে লিখবেন। যন্ত্রমটি উত্তরমুখী হয়ে প্রস্তুত করবেন। ব্যবসায়ের জন্য লাল ও বিদ্যার যন্ত্রম প্রস্তুত করতে সাদা কাপড় পরে ও সাদা আসনে বসে প্রস্তুত করবেন। ধূপকাঠি ও প্রদীপ জ্বেলে নেবেন। যন্ত্রমটি শুকিয়ে গেলে একটি রূপার মাদুলি বা কবচে ভরে মায়ের মূর্তি বা ছবির সামনেই প্রস্তুত করে প্রাণপ্রতিষ্ঠা করে করে নেবেন। ব্যবসায়ের যন্ত্রমটির জন্য মা লক্ষ্মীর মন্ত্রটি ও বিদ্যার জন্য মা সরস্বতীর মন্ত্রটি জপ করবেন এবং যতক্ষণ ধরে যন্ত্রমটি প্রস্তুত করবেন ততক্ষন মন্ত্রটি জপ করতে থাকবেন।
লক্ষ্মী মন্ত্রঃ ” ওঁ হ্রীং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ “
সরস্বতী মন্ত্রঃ ” ওঁ হ্রীং ঐং হ্রীং সরস্বত্যৈ নমঃ ”
আপনার এই প্রবন্ধগুলিও ভালো লাগবে
संतान प्राप्ति के लिए अनुभूत एक अचुक मंत्र / সন্তান প্রাপ্তির জন্য পরীক্ষিত একটি অনন্য মন্ত্র
তিলকের সাহায্যে কি করে সর্বজন বশীকরণ করা যায়- ১ ? /बशीकरण की सहायता से कैसे सर्बजन बशीभूत किया जाये?
তিলকের সাহায্যে সর্বজন বশীকরণ – ২ / बशीकरण -2 की सहायता से कैसे सर्बजन बशीभूत किया जाये?
व्यवसा , पेशे को बढ़ाने के लिए कुछ शक्तिशाली तंत्र टिप्स, तंत्र टोटके
মনের মতো স্বামী লাভের মন্ত্র / मनपसंद पति लाभ की मंत्र
तीन बहुत आसान और शक्तिशाली तंत्र टिप्स
ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস
পড়াশোনায় অমনোযোগ, স্মরণশক্তিবৃদ্ধি ও বিদ্যায় সফলতা পেতে অদ্বিতীয় সরস্বতী যন্ত্রম ও সরস্বতী মন্ত্র