বিছে কাটবার ঔষধ / Beech medicine

প্রথম প্রয়োগ- বিছা হুল ফোটালে তাজা খরমুজা তৎক্ষণাৎ খেয়ে নিলে আরাম পাওয়া যায়৷

দ্বিতীয় প্রয়োগ- লেবুর পাতার রসে হিং মিশিয়ে লাগালে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়৷

তৃতীয় প্রয়োগ- বিছা হুল ফোটালে ক্ষতস্থানে পেঁয়াজের রস লাগালে ও গুড় খাওয়ালে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়৷

চতুর্থ প্রয়োগ- চিচিঙ্গা পাতা ও শিকড়কে গোলমরিচের সাথে বেটে হুল ফোটানো স্থানে লাগিয়ে দিলে আশ্চর্যজনক ভাবে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়৷

পঞ্চম প্রয়োগ- আলকুশির বীজকে বেটে হুল ফোটানো স্থানে লাগিয়ে দিলে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায়৷

ষষ্ঠ প্রয়োগ- নিমের শুকনো পাতাকে ছিলমে ভরে নিয়ে তামাকের মতো টানলে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায়৷

সপ্তম প্রয়োগ- বিছাকে মেরে বাড়িতে জ্বালিয়ে দিলে বিছা ঘর থেকে পালিয়ে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *