বাড়ি খালি, ক্রোধ থেকে নিয়ন্ত্রণ ও গৃহ কলহ থেকে মুক্তির টোটকা / Remedy about property dispute, anger management and family disruption.

ক্রোধ থেকে নিয়ন্ত্রণের উপায়

যদি বাড়িতে কোনও সদস্য কথায় কথায় রেগে যায় তাহলে দক্ষিণাবর্ত শঙ্খ পরিষ্কার করে তাতে জল ভরে উক্ত ব্যক্তিকে খাইয়ে দিন৷ যদি পরিবারে পুরুষ সদস্যের কারণে পারস্পরিক বিদ্বেষ ভাব থাকে তাহলে পূর্ণিমার দিন কদম গাছের ৭ টি গোটা পাতাযুক্ত ডাল বাড়িতে রেখে দিন৷ পরের পূর্ণিমাতে সেই কদম গাছের ডালটি গাছের কাছে রেখে আসুন ও পুনরায় নতুন ডাল নিয়ে বাড়িতে রাখুন৷ এই কাজটি এইভাবেই করতে থাকুন, পরিবারে চাপ কম থাকবে৷

গৃহ কলহ থেকে মুক্তির নিয়ম

পরিবারে টাকাপয়সার কারণে ঝগড়াঝাঁটি হলে দক্ষিণাবর্ত শঙ্খতে পাঁচটি কড়ি রেখে তাতে চাল দিয়ে ভর্তি রুপোর বাটি সহ বাড়িতে স্থাপন করুন৷ এই নিয়মটি শুক্লপক্ষের প্রথম শুক্রবার অথবা দীপাবলির সময়ে করুন, লাভবান অবশ্যই হবেন৷

বাড়ি খালি করার জন্য

শনিবার বিকালে ভুজ্যপত্রের উপর লাল চন্দন দিয়ে ভাড়াটের নাম লিখে মধুতে ডুবিয়ে দিন৷ সম্ভব হলে এই কাজটি শনিচরী অমাবস্যাতে করুন৷ কিছুদিনের মধ্যেই ভাড়াটে বাড়ি খালি করে দেবে৷ মনে রাখবেন এই কাজটি করার সময় কেউ যেন না ডাকে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *