বাড়ির শান্তি বজায় রাখতে / To maintain peace in the home

আপনার বাড়ির পরিজন কাউকে ভয় পেয়ে থাকলে আপনার বাড়ির পুজোর জায়গায় কোনও বিদ্বান ব্রাহ্মণ দ্বারা গায়ত্রী মন্ত্রের স্থাপনা করুন ও গায়ত্রী মন্ত্র ‘ওঁ ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং’৷

‘ভর্গোদেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ’ এই মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকুন৷

আপনার বাড়িতে প্রতিদিন কোনও না কোনও সমস্যা হতে থাকলে বা আপনাকে কেউ অশুভ শক্তির দ্বারা প্রভাবিত করলে, আপনি কোনও মাসের শুক্লপক্ষের  সোমবারে পুরোহিতকে দিয়ে নবদুর্গা যন্ত্রকে বাড়ির প্রধান দরজায় লাগিয়ে প্রতিদিন ২১ বার ‘ওঁ হ্রিং দুর্গায়ে নমঃ’ মন্ত্রটি জপ করুন৷

যদি বাড়িতে কোনও সমস্যা হয় তাহলে কোনও শুভ সময়ে গঙ্গাজলে বাটা হলুদ মিশিয়ে, সেটিকে বাড়ির দরজার দুইদিকে ‘ওঁ’ ও ‘স্বস্তিক’ চিহ্ণ অঙ্কন করে টাঙয়ে রাখুন৷

শ্রীমদ্ভাগবত গীতার  ১১তম  অধ্যায়ের ৩৬ তম শ্লোকটিকে পিচবোর্ডে লাল কালি দিয়ে লিখে টাঙিয়ে দিলে বাড়ির সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যাবে৷      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *