যখনই কোনও বাড়ি নির্মাণ হয়, সেই সময় নাগ-নাগিনের জোড়া বাড়ির ভিতে অবশ্যই রাখা হয়৷ এর প্রধান কারণ কি, এই কথাটি অনেক কম ব্যক্তি জানেন৷ কালসর্প যোগের পীড়িত ব্যক্তিদের জন্যে এটি একটি বিশেষ নিয়ম৷ সেইজন্য আমি আপনাকে জ্ঞানবৃদ্ধির জন্য এই নিয়মটি বলতে চলেছি৷
রাহুকে ভূমিপুত্র বলা হয়ে থাকে৷ রাহুর নিবাস ভূমিতে হয় ও ভূমিতে অবস্থিত অর্থের রক্ষা নাগদেব করে থাকেন৷ এই কারণে আমরা যখনই ভিতের খনন কার্য শুরু করি তখন এটা দেখা হয় যে সেই সময় রাহুর মুখ ঠিক কোনদিকে আছে৷ খনন করার সময় মনে রাখতে হবে যে, রাহুর মুখ ও ল্যাজে আঘাত না লাগে৷
প্রাথমিকভাবে এই নিয়মটি সকল ব্যক্তিরই করা উচিত কিন্তু যারা কালসর্প যোগে পীড়িত তাদের এই নিয়মটি করা অতি প্রয়োজন৷ বাড়ি তৈরি করার সময় ভিতে তামার তৈরি নাগ-নাগিনের জোড়া অবশ্যই রাখা উচিত৷ এটি যে কোনও আকারের হতে পারে৷ কিছু বিচক্ষণ জ্যোতিষী ভিতে সোনা নির্মিত নাগ-নাগিনের জোড়া রাখার পরামর্শ দেন৷ রুপো অথবা তামার তৈরি নয়৷ কারণ রুপো ও তামায় সূর্য ও চন্দ্রের অধিকার থাকে এবং এরা দুজনেই রাহুর শত্রু৷ এইজন্য আপনি সোনার তৈরি নাগ-নাগিন রাখলে পূর্ণ ফল পাবেন৷ তার আকার যেমনই হোক না কেন, তামা অথবা রুপোর তৈরি করা নাগ নাগিন রাখলে পূর্ণ ফলাফল পাওয়া যায় না৷ যদি আপনি সোনার তৈরি রাখতে না পারেন তাহলে রুপো অথবা তামার তৈরি নাগ নাগিনে সোনার জল পালিশ করে দিন৷ অভিমন্ত্রিত যন্ত্রম তামার তৈরি ঘটিতে গঙ্গাজল ভরে ঢাকনা সমেত, একটি জটাযুক্ত নারকেল, একটি খুলিতে চিনি, মিছরি, মাখন ও পঞ্চমেওয়া ভরে, পাঁচ রকমের সব্জি, পাঁচ রকমের ডাল, চন্দনের কাঠ, চন্দনের সুগন্ধি, বার্লি, নীল কাপড়ে কলাইয়ের ডাল, যে কোনও তিন প্রকারের মিষ্টি, ২৩টি এলাচ, মধু, ইত্যাদি, যে দিকে বাড়ির প্রধান ফটক থাকবে ঠিক সেইদিকে পান পাতার ২৩টি ডাটা, ৮টি লবঙ্গ, কিছু পুরোনো মুদ্রা, সোনা অথবা রুপোর তৈরি পাত, হলুদের সাতটি গোটা টুকরো, ২৭টি বড় সুপারী ও যজ্ঞের ইঁট রাখুন৷ ভিতে এই জিনিসগুলি রাখলে সেই বাড়িতে থাকা সকল ব্যক্তি সর্বদা সুখী থাকবে৷