আজকাল অধিকাংশ বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে না৷ ঝগড়াঝাটি প্রায় প্রত্যেক বাড়িতেই লেগে থাকে৷ মনে অশান্তি থাকলে আপনি কখনই চিন্তাগ্রস্ত হবেন না, কারণ আপনি এমন কিছু নিয়মের প্রয়োগ করতে পারেন, যাতে আপনি পরিবারের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন৷
যদি কোনও ব্যক্তি এটা বোঝেন যে, বাড়িতে তার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না, যদিও সে সঠিক বলে থাকে৷ এরকম সমস্যায় পড়লে নিয়মিত জলে অল্প গুড় মিশিয়ে নিচে দেওয়া মন্ত্রটি জপ করবার সাথে সাথে সূর্যকে অর্ঘ্য দিতে হবে৷
মন্ত্র : ওঁ ঘৃনিঃ সূর্যায় নমঃ
পারিবারিক কলহ অথবা বাড়িতে থাকা সদস্যদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝপাড়ায় কোনও সমস্যা হলে মাটির পাত্রে অল্প কাঁচা দুধ (অর্থাৎ যা কিনা আগুনে ফোটানো হয়নি) নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু মেশান ও সেটিকে বাড়ির ছাদে, সমস্ত ঘরে, দালানে ও প্রধান দরজায় ছিটিয়ে দিন৷ অবস্থা স্থিতিশীল হবে৷
আপনার বাড়ির পরিজন কাউকে ভয় পেয়ে থাকলে আপনার বাড়ির পুজোর জায়গায় কোনও বিদ্বান ব্রাহ্মণ দ্বারা গায়ত্রী মন্ত্রের স্থাপনা করুন ও গায়ত্রী মন্ত্র ‘ওঁ ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং’৷
‘ভর্গোদেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ’ এই মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকুন৷
আপনার বাড়িতে প্রতিদিন কোনও না কোনও সমস্যা হতে থাকলে বা আপনাকে কেউ অশুভ শক্তির দ্বারা প্রভাবিত করলে, আপনি কোনও মাসের শুক্লপক্ষের সোমবারে পুরোহিতকে দিয়ে নবদুর্গা যন্ত্রকে বাড়ির প্রধান দরজায় লাগিয়ে প্রতিদিন ২১ বার ‘ওঁ হ্রিং দুর্গায়ে নমঃ’ মন্ত্রটি জপ করুন৷
যদি বাড়িতে কোনও সমস্যা হয় তাহলে কোনও শুভ সময়ে গঙ্গাজলে বাটা হলুদ মিশিয়ে, সেটিকে বাড়ির দরজার দুইদিকে ‘ওঁ’ ও ‘স্বস্তিক’ চিহ্ণ অঙ্কন করে টাঙয়ে রাখুন৷ শ্রীমদ্ভাগবত গীতার ১১তম অধ্যায়ের ৩৬ তম শ্লোকটিকে পিচবোর্ডে লাল কালি দিয়ে লিখে টাঙিয়ে দিলে বাড়ির সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যাবে৷