বাহন ক্রয় করার আগে জেনে নিন / Find out before purchasing a vehicle

জন্মছকে বাহন সুখের যোগ থাকলে, ঠিক সেইভাবে বাহন দ্বারা ক্ষতিরও সম্ভাবনা থাকে৷ এখানে আমি এমন কিছু নিয়ম বলতে চলেছি, যাতে আপনার জন্মছকে নিম্ন যোগের মধ্যে কোনও একটি যোগ থাকলে বাহন ক্রয় করবার আগে পরিবারের অন্য কারোর নামে ক্রয় করতে হবে, যাতে আপনার বাহনের কোনও প্রকারের ক্ষতি না হয়৷

চতুর্থ ঘরের অধিপতি কোনও দুষ্ট গ্রহের সাথে থাকলে ও চতুর্থ ঘরে কোনও দুষ্ট গ্রহ অবস্থান থাকলে বাহন সুখ প্রাপ্তি হয় না৷

চতুর্থ ঘরের অধিপতি ও শুক্র নিম্নমুখীতে থাকলে বাহন সুখ প্রাপ্তি হয় না৷   

চতুর্থ ঘরের শুক্রতে কোনও পাপী গ্রহের দৃষ্টি থাকলে বাহন সুখ প্রাপ্তি হয় না৷

চতুর্থ ঘরের অধিপতি ও শুক্র যদি দ্বাদশ ঘরে অবস্থান থাকে তাহলে বাহন সুখ হলেও তাতে স্থায়িত্ব দীর্ঘদিন থাকে না৷

চতুর্থ ঘরের অধিপতি ও শুক্র নিম্নমুখে থাকলে বাহন সুখ প্রাপ্তি হয় না৷ চতুর্থ ঘরের অধিপতি ও শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান থাকলে বাহন চুরি হয়ে যায়৷        

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *