বশীকরণ

১৷ যদি আপনার শত্রু আপনাকে অযথা বিরক্ত করে তাহলে ভুজ্যপত্রের টুকরো নিয়ে তাতে লাল চন্দন দিয়ে শত্রুর নাম লিখে মধুর শিশিতে ডুবিয়ে রেখে দিন৷ শত্রু বশে চলে যাবে৷

২৷ ছোট এলাচ, লাল চন্দন, সিঁদুর, লাউ—এগুলিকে একসঙ্গে করে ধূপ তৈরি করুন ও যে মহিলার সামনে ধূপটি জ্বালাবেন, সেই বশীভূত হয়ে যাবে৷

৩৷ নাসাভাঙ্গা, শিউলি, জাফরান এগুলিকে বেটে কোনও মহিলার মাথায় ও পায়ের নিচে দিলে সে বশীভূত হয়ে যাবে৷

৪৷ পূর্বফাল্গুনী নক্ষত্রে ডালিমের কাঠ ভেঙে নিয়ে আসুন ও ধূপ দিয়ে নিজের ডান হাতে বেঁধে দিলে প্রত্যেক ব্যক্তি বশীভূত হয়ে যাবে৷

৫৷ বৈজয়ন্তী মালা ধারণ করলে শত্রু ও মিত্রের মতো ব্যবহার করবে৷ ভগবান শ্রীকৃষ্ণও এই মালাটি ধারণ করতেন এবং এটি তার অতিপ্রিয় ছিল ও তার মধ্য সবাইকে মোহিত করার অদ্ভুত ক্ষমতাও ছিল৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *