পন্ডিতদের মত অনুযায়ী কাঁসার বাসনে ভোজন করলে বুদ্ধি তীব্র হয়৷
ডুমুর বাদাম ও পেস্তার সাথে খেলে বুদ্ধি প্রখর হয়৷
প্রতিদিন সূর্যনমস্কার ও সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান করলে বুদ্ধি প্রখর হয়৷
লোহার পাত্রে খাবার খেলে বুদ্ধি নাশ হয়৷ (লোহার পাত্রে রান্না করলে বুদ্ধি নাশ হয় না,খেলে হয়) স্টিলের পাত্রে খাবার খেলে বুদ্ধিনাশ হয় না৷
অষ্টমীতে নারিকেল ফল খেলে বুদ্ধি নাশ হয়৷
স্মরণ শক্তি প্রখর করবার জন্য সর্বদা কর্পূর ও ফিটকারী সঙ্গে রাখুন৷
স্মরণ শক্তি প্রবল করবার জন্য ব্রাহ্মী ও শঙ্খপুষ্পীর সেবন চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন৷