পড়াশোনার জন্য বিভিন্ন টোটকা / Different totka for studying

আজকের আধুনিক যুগে শিক্ষা জীবনের একটি অপরিহার্য অঙ্গ হিসাবে ধরা হয়৷ হিন্দু ধর্মে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে মানা হয়৷ এই জন্য দেবী সরস্বতীর পুজো অর্চনা করে কৃপা লাভ করলে বুদ্ধি প্রখর ও তীব্র হয়৷

আজকের পরিবর্তনশীল সমাজে চারদিকের পরিবেশ ও আধুনিকতার প্রতিযোগিতায় নতুন নতুন সন্ধান ও সংশোধনের উপর ভিত্তি করে শিশুদের জ্ঞানের আলো বিকশিত করবার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে, এতে শিশুদের বুদ্ধিমান হওয়াটা খুবই দরকার৷ অন্যথায় তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়বে৷ এমতাবস্থায় শিক্ষিত রুচিসম্পন্ন ব্যক্তিরা ওইসব শিশুদের মূর্খ অথবা বুদ্ধিহীন বা অল্পবুদ্ধি বলে থাকেন৷

পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে বিদ্যায় প্রখর বুদ্ধি হয়৷

পণ্ডিতদের মত অনুযায়ী বিদ্যা প্রাপ্তির জন্য ৪ মুখী ও ৬ মুখী রুদ্রাক্ষ লাল সুতায় ধারণ করলে ব্যক্তির বুদ্ধি প্রখর ও বাক্যে মধুরতা ভাব আসে৷

পড়াশোনার টেবিলে কাঁচের শ্রী যন্ত্রম স্থাপন করলে স্মরণ শক্তি তীব্র হয়ে থাকে ও খারাপ চিন্তাধারা মন থেকে দূর হয়ে যায়৷ মা সরস্বতী ও লক্ষ্মীর কৃপা সর্বদা সঙ্গে থাকে৷

নিজের পুজোর স্থানে সরস্বতী যন্ত্রম স্থাপন করে প্রতিদিন ধূপদীপ দ্বারা আরতি করলে মা সরস্বতীর কৃপা সর্বদা সঙ্গে থাকে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *