প্রোমোশনের জন্য একটি অনবদ্য যন্ত্রম / An impeccable tool for promotion

এই প্রবন্ধে, আমি চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা প্রোমোশনের জন্য একটি অনবদ্য যন্ত্রম সম্পর্কে লিখছি। এই যন্ত্রমটি ব্যবহার করলে অর্থাৎ ধারণ করলে, কিছুদিনের মধ্যেই চাকরি ক্ষেত্রে বড়বাবুর সহানুভূতি লাভ করা যায়, বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হয়ে যায়। যন্ত্রমটি খুব একটা প্রাচীন নয়।

এটি যথেষ্ট কার্যকরী যন্ত্রমগুলির মধ্যে নিজের একটা পাকাপাকি স্থান করে নিয়েছে। এই যন্ত্রমটি বহু ব্যবহৃত এবং ধারণ করবার দিন ১৫ র মধ্যেই নিজের কেরামতি দেখতে শুরু করে দেয়।

এখন আমি যন্ত্রমটি প্রস্তুত করার সহজ উপায়টি লিখছি, যে কোনও মাসের শুক্লপক্ষের প্রথম সাতদিনের মধ্যে যন্ত্রমটি তৈরি করতে হয়। যিনি যন্ত্রমটি তৈরি করবেন, তাঁকে অবশ্যই যন্ত্রমটি বিশেষ শুদ্ধাচারে তৈরি করতে হবে। যন্ত্রমটি তৈরি করার সময়, যিনি তৈরি করবেন, তিনি উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে, সাদা কাগজে বা ভুজ্জ্যপত্রে অষ্টগন্ধের কালি দিয়ে যন্ত্রমটি লিখে নেবেন।

যন্ত্রমটি লিখবার পরে সেটিকে শুকানোর জন্য কিছুক্ষণ রাখতে হবে। তারপর যন্ত্রমটিকে পঞ্চোপচারে পূজা করে অর্থাৎ ধুপ, দীপ , অক্ষত (আতপ চাল ), ফুল ও নৈবিদ্য সহকারে পূজা করে রূপা বা তামার তাবিজ বা মাদুলিতে ভরে লাল সুতো বা ধাতব চেনে বেঁধে গলায় বা পুরুষেরা ডানহাতে, ও মহিলাগণ বা হাতে ধারণ করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *