প্রেতবাধা নাশক টোটকা/ Tips for evil interference remedy

সাধারণত ভূত-প্রেত অথবা অশুভ আত্মারা ব্যক্তিকে নিজেদের বশে নিয়ে শারীরিক, মানসিক সমস্যার উৎপন্ন করে দেয়, যার সমাধান চিকিৎসা বিজ্ঞানের কোনও বিদ্যায় হয় না৷

এটি শক্তি উপাসনা অথবা দৈব শক্তির কৃপায় সমাধান করা যেতে পারে৷ এর জন্য মুনি-ঋষিরা দুর্গা, হনুমান, শিব, কালী ও পীর-পয়গাম্বরের শক্তির সাহায্যে নিয়ে রোগীকে বিভূতি ইত্যাদি দিয়ে ঠিক করেন অথবা চামুণ্ডা বা ভুতেশ্বরীর স্মরণ করে একে দূর করেন৷

  • এই ধরনের কোনও বাধার জন্য হোলি-দীপাবলি বা গ্রহণের রাত্রিতে ১১ টি মালা সহ নিম্ন মন্ত্রটি জপ করুন৷

তারপর এর সঙ্গে সম্পর্কিত তান্ত্রিক সামগ্রী অভিমন্ত্রিত করে প্রয়োগ করা হলে যে কোনও প্রকার বাইরের বাতাস বা প্রেতবাধার নিবারণ করা হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *