প্রবাল অন্য রত্নের তুলনায় অপেক্ষাকৃত চকচকে হয়ে থাকে ও হাতে নিলে এটি পিছলে যায়৷
আসল প্রবাল রক্তে রেখে দিলে এটির চারদিকে রক্ত জমে যায়৷
আসল প্রবালের উপর জলের ফোঁটা ফেললে জল গড়াবে না৷
আসল প্রবালের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢাললে তার পৃষ্ঠতলে ফেনা উঠতে শুরু করে দেবে৷
কালো প্রবালের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনও প্রভাব পড়ে না৷
আসল প্রবাল আগুনে দিলে সেটি জ্বলে যায় ও সেটি থেকে চুল পোড়ার মত গন্ধ ছড়াতে থাকে৷